কলকাতাঃ বিয়ের (Wedding) মাস পড়লেই এক লাফে বাড়ল সোনার দাম (Gold Price Today)। লাখ টাকার কাছাকাছি পৌঁছল সোনার দর। আজ, ১৭ এপ্রিল ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৫৪০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম ৯০৭৫ ও ১৮ ক্যারেট সোনার দাম ৭৪৫০ টাকা। এছাড়া ১ কেজি রুপোর দাম ৯৬,৪৯০ টাকা। বিগত কয়েক মাসে হুড়ুমুড়িয়ে বেড়েছে সোনার দাম। মার্চেই ৯০ হাজার ছুঁয়েছিল সোনার দাম। তখনই শোনা গিয়েছিল খুব শ্রীঘ্রই তা ১ লাখ ছুঁয়ে যাবে। এবার সেই দিকেই এগোচ্ছে সোনার দাম।
এক লাফে কয়েক হাজার বাড়ল সোনার দাম
বৈশাখ মাস মানে বাঙালিদের বিয়ের মরশুম। আর সেই উপলক্ষেই এক ধাপে বেড়েছে দাম এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গতকাল, অর্থাৎ বুধবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯০৩০ টাকা। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে সোনার দাম। সোনা কিনতে রীতিমতো মাথায় হাত মধ্যবিত্তের।
ধুঁকছে শেয়ার বাজার। স্বাভাবিক হয়নি রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি। অন্যদিকে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে। আর এগুলির সরাসরি প্রভাব পড়োছে বিশ্ব অর্থনীতিতে। যার ফলে হু হু করে বাড়ছে সোনার দাম, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
এক ধাক্কায় বাড়ল সোনার দাম, ১ লাখের খুব কাছে পৌঁছল সোনালী ধাতুর দর
Gold price India update!
22k/10 grams gold rate just Rs 800 shy from 90K mark, silver steady.
Gold price gained by huge 24.76% since Jan 1, 2025. Where gold prices are cheapest in world today?
Know more: https://t.co/Qy7zovfbZ6#GoldRate #goldprice #goldpricetoday #tariffs
— Money Daily (@MoneyDailyIN) April 17, 2025