কুলদীপ তিয়াগি ও অংশু তিয়াগি (ছবিঃX)

নয়াদিল্লিঃ শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার (Cancer)। কাউকে কিছু না জানিয়ে নিজেই নিজের চিকিৎসা করাচ্ছিলেন। তবে আর চিকিৎসার (Treatment) খরচ ব্যয় করা সম্ভব হচ্ছিল না। তাই শেষমেশ স্ত্রীকে (Wife) খুন করে আত্মঘাতী (Suicide) ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। মৃত ব্যবসায়ীর নাম কুলদীপ তিয়াগি। তাঁর স্ত্রীর নাম অংশু তিয়াগি। মৃত দম্পতির ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যাতে লেখা, "আমি ক্যানসারে আক্রান্ত। আমার স্ত্রী ও ছেলে সে কথা জানে না। আমি বাঁচব কিনা সে নিশ্চয়তা নেই। চিকিৎসায় প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে। আর খরচ করতে চাই না। তাই এই পথ বেছে নিলাম।"

স্ত্রীকে গুলি করে খুন করে নিজেকে শেষ করলেন ব্যবসায়ী

কেন স্ত্রীকে খুন করলেন? সেই ব্যাখাও র‍য়েছে চিঠিতে। কুলদীপ লিখছেন, "ও প্রতিজ্ঞা করেছিল সারাজীবন আমার সঙ্গেই থাকবে। তাই ওকে আমার সঙ্গেই নিয়ে গেলাম। পুরোটাই আমার সিদ্ধান্ত।" পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ছেলেরা নিজেদের ঘরে শুতে চলে গেলে নিজস্ব পিস্তল দিয়ে স্ত্রীর মাথায় গুলি করে তাঁকে হত্যা করেন ওই ব্যবসায়ী। এরপর নিজের মাথায় গুলে করে আত্মঘাতী হন।গুলির আওয়াজে ছুটে আসে ছেলেরা। কিন্তু ততক্ষণে সব শেষ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, কুলদীপ নামে ওই ব্যবসায়ীর ঘর থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কুলদীপ যে ক্যানসারে আক্রান্ত তা বাড়ির কেউ জানত না। বাবা-মাকে হারিয়ে শোকে পাথর দুই ছেলে।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী ক্যানসার আক্রান্ত