প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ ফের ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) ফাঁদ। প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ৮ কোটি টাকা খোয়ালেন রাজস্থানের (Rajasthan) যুবক। তিনমাস ধরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ফাঁকা করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তে নেমে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বেশ কিছুদিন আগের। প্রথমে রাজস্থানের একটি থানায় অভিযোগ দায়ের হয়। পরে গোটা বিষটির তদন্তের দায়ভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে।

দেশে ফের সাইবার প্রতারণা, ৭.৬৭ কোটি টাকা খোয়ালেন যুবক

রাজস্থান সরকারের তরফে এই মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপের অনুরোধ করা হয়। এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তদন্তে নেমে দিল্লি, চেন্নাই, উত্তরপ্রদেশ, মুম্বই সহ একাধিক রাজ্যে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এমনকী তল্লাশি চালানো হয় পশ্চিমবঙ্গেও। কৃষ্ণনগরে অভিযান চালান তদন্তকারী অফিসারেরা। এরপর উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে গেফতার করে হয় মূল চার অভিযুক্তকে। তাদের থেকে কিছু নগদ টাকা ও ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ! ৭.৬৭ কোটি টাকা খোয়ালেন যুবক, ৪ অভিযুক্তকে গ্রেফতার সিবিআইয়ের