Photo Credits: X@airnewsalerts

কোঝিকোড়, ১৬ সেপ্টেম্বরঃ একটা নির্মূল হতে না হতেই আরও একটা এসে হাজির। কোভিড, ওমিক্রনের পর যেন এবার শনি হয়ে ঝুলছে নিপা ভাইরাস (Nipah Virus)। কেন্দ্রীয় চিকিৎসা গবেষণা সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (ICMR) তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনা সংক্রমনে মৃত্যুর হারের তুলনায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেক বেশি। কোভিডের ক্ষেত্রে মৃত্যু হার যেখানে ২-৩ শতাংশ। সেখানে নিপায় মৃত্যু হার ৪০-৭০ শতাংশ। ফারাকটা সত্যিই ভয় ধরানোর মত। কেরলের (Kerala) কোঝিকোড়েতে ক্রমশ বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক। সেখানে এখনও পর্যন্ত নিপায় আক্রান্ত হয়েছে ৬ জন। যাদের মধ্যে ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই তৎপর হয়েছে রাজ্য সরকার। জারি হয়েছে সতর্কতা। সংক্রমণ রুখতে আগামী ২৪ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত কোঝিকোড়ের (Kozhikode) সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। স্কুল, কলেজ এমনকি টিউশন ক্লাসও বন্ধ থাকবে আগামী ১ সপ্তাহ।

তবে পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোন রকম ক্ষতি না হয় সেই দিক বিচার করে জেলা প্রশাসনের তরফে সপ্তাহব্যাপী অনলাইন ক্লাস নিশ্চিত করা হয়েছে। কোঝিকোড়েতে নিপার থাবা সবচেয়ে জটিল হলেও কেরলের কান্নুড়, ওয়েনাড় এবং মলপ্পুরমেও সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে পাঁচ সদস্যের একটি দল কেরলে পাঠানো হয়েছে।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানাচ্ছেন, বর্তমানে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তির তালিকায় ১,০৮০ জন রয়েছে। ১৩০ জনকে আজ তালিকায় নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে তালিকায় থাকা ৩২৭ জন স্বাস্থ্যকর্মী। তিনি আরও জানান, ৩০ অগাস্ট নিপায় মারা যাওয়া ব্যক্তির শেষকৃত্যের সময়ে উপস্থিত থাকা ১৭ জনকে চিহ্নিত করে নিভৃতাবাসে পাঠানো হয়েছে।