Is Ram Lalla Idol Photo from Ayodhya Leaked Online Fake? (Photo Credits: ANI)

Is Ram Lalla Idol Photo from Ayodhya Leaked Online Fake? গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে রামলালার বিগ্রহের ছবি। পাঁচ বছরের শিশু রামের এক হাতে সোনার ধনুক আর অন্য হাতে সোনার তীর। হু হু করে বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। ২২ জানুয়ারি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের আগেই ঘরে বসে রামলালার দর্শন হয়ে গেল, এমনটাই মনে করেছেন সকলে। কিন্তু নেটপাড়ায় ভাইরাল হওয়া ওই বিগ্রহের ছবিটি আসল রামলালার (Ram Lalla) নয়। অযোধ্যা (Ayodhya) থেকে ছড়িয়ে পড়া শ্রীরামের মূর্তি সম্পর্কে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ পুরোহিত জানান, 'প্রাণ প্রতিষ্ঠার আগে পর্যন্ত রামলালার চোখে কাপড় বাধা থাকবে। তা খোলা যাবে না। যে মূর্তিতে শিশু রামের চোখ দেখা যাচ্ছে তা আসল মূর্তি নয়। আর যদি চোখ খোলা মূর্তির ছবি ছড়িয়ে থাকে তাহলে কে এই চোখ প্রকাশ করেছে এবং কীভাবে রামলালার ছবি ভাইরাল হল তার তদন্ত হবে'।

কী বলছেন পুরোহিত শুনুন... 

উল্লেখ্য, বুধবারই অযোধ্যার রামমন্দিরে আনা হয়েছেন রামলালার বিগ্রহ। বৃহস্পতিবার রাতে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে মূর্তিটি। আর শুক্রবার নেট মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে শিশু রামের এক মূর্তির ছবি। তবে সেই ছবি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিতের কথা মত আসল রামলালার কিনা তা প্রকাশ যাবে ২২ জানুয়ারি।