ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকাতে একটি কলেজে যাওয়ার কথা ছিল। সেই মতো মালদার হরিশচন্দ্রপুরের বাড়ি থেকে গত রবিবারই বেরিয়েছিলেন বছর ২০-এর দীপ্তি ভগত। ট্রেনে করে গেলে কয়েকঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা। কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পচাগলা দেহ মিলল দীর্ঘ ৮ দিন পর ফারাক্কার (Farakka) একটি গঙ্গার ঘাট থেকে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ফারাক্কা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ফারাক্কা ব্যারেজ থেকে উদ্ধার হয়েছে তরুণীর ব্যাগ ও মোবাইল ফোন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফারাক্কা স্টেশন থেকে নিখোঁজ তরুণী
জানা যাচ্ছে, গত রবিবার হরিশচন্দ্রপুরের বারদুয়ারি এলাকা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কুলিক ট্রেন ধরে রামপুরহাট যাওয়ার কথা ছিল তাঁর। সেখান থেকে দুমকার উদ্দেশ্যে রওনা দিতেন। শেষবার তাঁর সঙ্গে পরিবারের যখন কথা হয়, তখন তিনি ছিলেন মালদা টাউন স্টেশনে। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি। এমনকী ফারাক্কা স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায় ট্রেন থেকে সে নেমেছে।
মুক্তিপণের দাবি
এরমধ্যে শুক্রবার পরিবারের এক সদস্যের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ২ লক্ষ টাকা মুক্তিপণের মেসেজ আসে। তারপরেই আর দ্রুতগতিতে তদন্ত শুরু হয়। অবশেষে রবিবার ফিডার ক্যানেল ঘাটে ভেসে ওঠে এক যুবতীর পচাগলা দেহ। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দীপ্তির নিথর দেহ উদ্ধার করে। তবে খুন নাকি অন্যকিছু সেটা এখনও পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।