লখনউ, ১২ জানুয়ারিঃ বাইক দুর্ঘটনা এড়াতে নয়া পন্থা অবলম্বন করল উত্তরপ্রদেশ সরকার। হেলমেট না পরে দ্রুত গতিতে বাইক চালানো এবং যার ফলে ঘটা দুর্ঘটনায় প্রাণহানির সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়। চালান কেটেও বাইক চালকদের মধ্যে হেলমট ব্যবহারের সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে না। তাই এবার বাইক চালকদের হেলমেট পরায় বাধ্য করতে নয়া পন্থা বেছে নিল প্রশাসন।
উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পরিবহন বিভাগ রাজ্যের বিভিন্ন শহরে চালু করেছে 'নো হেলমেট, নো ফুয়েল' (No helmet No fuel) নীতি। অর্থাৎ, বাইক চালকদের মাথায় হেলমেট না থাকলে পেট্রোল পাম্প থেকে তাঁদের জ্বালানি দেওয়া হবে না। এখানাই শেষ নয়, চালকের মাথায় হেলমেট রয়েছে অথচ বাইক আরোহী হেলমেটবিহীন সেই ক্ষেত্রেও মিলবে না জ্বালানি।
হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি...
STORY | UP govt proposes 'no helmet, no fuel' policy to curb road accidents
READ: https://t.co/1EHUzqhFxP pic.twitter.com/JmjwDkMU25
— Press Trust of India (@PTI_News) January 12, 2025
গত ৮ জানুয়ারি পরিবহন কমিশনার ব্রজেশ নারায়ণ সিং এই নয়া নির্দেশিকা রাজ্যের ৭৫টি জেলার জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠিয়েছেন এবং বিভাগীয় কমিশনারদের কাছেও পাঠিয়েছেন। সেই সঙ্গে এও জানিয়েছেন, জরুরি ভিত্তিতে যেন এই নির্দেশ রাজ্য জুড়ে জারি করা হয়।