Karun Nair Joins Vidarbha (Photo Credit: @MDExch247/ X)

ফের অপরাজিত সেঞ্চুরি করে চমকে দিলেন অপ্রতিরোধ্য করুণ নায়ার। টেস্ট ক্রিকেটে ত্রিশতরানের মালিক করুণ নায়ার (Karun Nair) এবার ঘরোয়া ক্রিকেটে নয়া নজির গড়লেন। রবিবার ভদোদরায় বিজয় হাজারে ট্রফির কোর্য়াটার ফাইনালে রাজস্থানের বিরুদ্ধে বিদর্ভের হয়ে তিন নম্বরে নেমে অপরাজিত ১২২ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতালেন অধিনায়ক করুণ নায়ার। সেই সঙ্গে টানা চারটি ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন ৩৩ বছরের করুণ। রাজস্থানের করা ২৯১ রান তাড়া করতে নেমে ৯২ রানে ১ উইকেট হারানো অবস্থায় নামেন করুণ নামেন। সেখান থেকে ওপেনার ধ্রুব শোরে (১১৮ অপরাজিত) ও করুণ নায়ার (৮২ বলে ১২২ অপরাজিত, ৫টি ওভার বাউন্ডারি ও ১৩টি বাউন্ডারি) দলকে ৯ উইকেটে জিতিয়ে আনেন।

৬ ইনিংসে ৫টা সেঞ্চুরি

চলতি বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ারের এটি পঞ্চম সেঞ্চুরি। এবারের বিজয় হাজারেতে করুণ মোট ৬ বার ব্যাট করতে নেমেছেন, আর তার মধ্যে সেঞ্চুরি করেছেন ৫টি-তে। এখানেই শেষ নয়, এই পাঁচটি সেঞ্চুরির মধ্যে আবার করুণ মাত্র একবার আউট হয়েছেন। একমাত্র ছত্তিশড়়ের বিরুদ্ধে ছাড়া বাকি চলতি টুর্নামেন্টের বাকি পাঁচটি ম্যাচে তিন অঙ্কের রান করেন করুণ। ৩৩ বছরের বিদর্ভের হয়ে খেলা এই তারকা ব্যাটার গ্রুপ লিগে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ১১২, চণ্ডিগড়ের বিরুদ্ধে অপরাজিত ১৬৩, তামিলনাড়ুর বিরুদ্ধে অপরাজিত ১১১, উত্তর প্রদেশের বিরুদ্ধে অপরাজিত ১১২ এবং কোয়ার্টার ফাইনালে অপরাজিত ১২২ রান করেন। একমাত্র গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৪৪ রানে আউট হন, আর মিজোরাম মাত্র ৭৩ রানে অল আউট হয়ে যাওয়ায় ব্যাট করতে নামার সুযোগ পাননি করুণ।

সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই চলেছেন করুণ নায়ার

ব্য়াটিং গড় ৩৩২

চলতি বিজয় হাজারে ট্রফিতে মোট ৬টি ইনিংস খেলে মোট ৬৬৪ রান করেছেন। মাত্র একবার আউট হওয়ায় টুর্নামেন্টে করুণের ব্যাটিং গড় দাঁড়িয়েছে ৩৩২। রাজস্থানে জন্মানো করুণ ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নিয়মিত সুযোগ পাওয়ার জন্য করুণ বিদর্ভের হয়ে খেলছেন। দেশের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেন করুণ। ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য খেলায় ফের তাঁকে ওয়ানডে দলে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না।

সেমিফাইনালে বিদর্ভ, গুজরাট

এদিকে, গুজরাটকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল হরিয়ানা। যে হরিয়ানা প্রি কোয়ার্টার ফাইনালে বাংলাকে হারায়। এদিন গুজরাটকে মাত্র ১৯৬ রানে অল আউট করে দেয় হরিয়ানা। এরপর ৮ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় হরিয়ানা। ২ উইকেটে ১৩৮ থেকে ৬ উইকেটে ১৭৯ হয়ে গিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল অঙ্কিত কুমারের দল।

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ক্রীড়াসূচি

প্রথম সেমিফাইনাল: ১৫ জানুয়ারি, বুধবার

হরিয়ানা বনাম কর্ণাটক

দ্বিতীয় সেমিফাইনাল: ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার

বিদর্ভ বনাম মহারাষ্ট্র