Glenn Maxwell hits 122 METRES long Six: বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে মেলবোর্নে এসেছেন টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। কাল, সোমবার থেকে নিজের ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে নামছেন জকোভিচ। তার আগে এদিন এমসিজি-তে ক্রিকেট খেলা দেখতে হাজির হলেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি। সার্বিয়ায় ক্রিকেটে অজানা খেলা হলেও এদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে বিগ ব্য়াশ টি-২০ লিগে মেলবোর্ন ডার্বির খেলা তাড়িয়ে তাড়িয়ে খেলা উপভোগ করলেন আধুনিক টেনিস বিশ্বের সফলতম খেলোয়াড়।
জকোভিচকে গ্য়ালারিতে দর্শক হিসেবে পেয়ে ব্যাট হাতে একেবারে খুনে মেজাজে ধরা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। BBL-14-এ মেলবোর্ন স্টার্সের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৫২ বলে ৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন ম্যাক্সওয়েল। BBL-র ইতিহাসে অন্যতম বড় ছক্কা এদিন হাঁকালেন ম্যাক্সওয়েল। মেলবোর্ন রেনেগেদেসের পেসার কেন রিচার্ডসনের বলে ১২২ মিটার দীর্ঘ ওভার বাউন্ডারি হাঁকিয়ে নজির গড়লেন ম্যাক্সওয়েল।
MCG-তে বিগ ব্যাশের ম্যাচ দেখতে হাজির টেনিস কিংবদন্তি জকোভিচ
Great to have you with us, @DjokerNole 👋#BBL14 pic.twitter.com/qdDR6Dqc0R
— KFC Big Bash League (@BBL) January 12, 2025
বিস্ফোরক ইনিংসের মাঝে ১২২মিটার লম্বা ছক্কা ম্যাক্সওয়েলের
122 METRES!
That is monstrous from Glenn Maxwell 🤯 #BBL14 pic.twitter.com/9tc5lJKZtx
— KFC Big Bash League (@BBL) January 12, 2025
তাঁর এই অবিশ্বাস্য ইনিংসের সৌজন্যে ৫ উইকেটে ৫৫ থেকে শেষ অবধি মেলবোর্ন স্টার্স নির্ধারিত ২০ ওভারে করল ১৬৫ রান। এদিন ১০টি ওভার বাউন্ডারি হাকানো ম্যাক্সওয়েল একাই দলের ৬০ শতাংশ রান করলেন।