রবিবাসরীয় সকালে পুরুলিয়ায় (Purulia) হাইওয়ে থেকে উদ্ধার হল এক দুধ ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন রাহুল যাদব নামে ওই ব্যক্তি। একাধিকবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশে খবর দিলে শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। যদিও এই ঘটনায় স্থানীয় এক পরিবারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে রাহুলের পরিবার। কারণ দিনকয়েক আগে তাঁর বাড়ির মুরগি চুরি গিয়েছিল, আর সেই কারণে চোর অপবাদ দেওয়া হয় রাহুলকে। অভিযোগ, এই ঘটনার পর শনিবারই ওই বাড়িতে দুধ দিতে গিয়েছিলেন রাহুল। তারপর থেকেই নিখোঁজ ছিলেন যুবক।
মুরগি চুরি নিয়ে বচসা
জানা যাচ্ছে, সম্প্রতি অভিযুক্তের বাড়ি থেকে একটি মুরগি চুরি গিয়েছিলেন। তারপর রাহুলকে চোর অপবাদ দেয়। সেই নিয়ে দিনকয়েক আগে ঝামেলাও হয়েছিল। এরপর শনিবার তাঁর বাড়িতে দুধ দিতে যায়। তারপর থেকেই আর বাড়ি ফেরেনি সে। রাহুলকে ফোনের মাধ্যমেও অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এরপর সকালে হাইওয়ের পাশ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হতেই টামনা থানায় খবর দেওয়া হয়।
আটক অভিযুক্ত
ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে অভিযুক্তের বাড়ির সামনে থেকেও কয়েকফোঁটা রক্তের চিহ্ন পাওয়া যায়। পুলিশ এসে সেই রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই বাড়ির এক ব্যক্তি ও মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।