DMK MP TR Balu, Ram Ramdir (Photo X, ANI)

DMK MP TR Balu On Ram Mandir Pran Pratishtha: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মুখিয়ে রয়েছে দেশবাসী। অযোধ্যা (Ayodhya) জুড়ে সাজ সাজ রব। যদিও রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানকে বিজেপির (BJP) রাজনৈতিক স্বার্থ হিসাবেই চিহ্নিত করছেন বিরোধী দলগুলো। ইন্ডিয়া জোটের (I.N.D.I.A) অন্যতম সদস্য ডিএমকে সাংসদ টিআর বালু (DMK MP TR Balu) রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠাকে ধর্মীয় উৎসব নয় বরং বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড বলেই দাগালেন।

আরও পড়ুনঃ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজ পার্টি, জানাল বিএসপি নেত্রী মায়াবতী

লোকসভা নির্বাচনের মুখে পরপর দুবারের সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে টি আর বালু বলেন, 'বিজেপি ২০১৪ সালে সরকার গঠনের পর থেকে তাদের কোন প্রতিশ্রুতি পূরণ করেনি। আর সেই ব্যর্থতা লুকাতে এবং জনগনকে বিমুখ করতে তারা রাম মন্দির নির্মাণকে নিজেদের কৃতিত্ব হিসাবে তুলে ধরার চেষ্টা করছে'। তার আরও সংযোজন, ডিএমকে ভারতীয় সংবিধানে দৃঢ় বিশ্বাসী। যা ধর্মনিরপেক্ষতার কথা বলে। ডিএমকে কখনই রাজনৈতিক সুবিধা পেতে ধর্মীয় আবেগকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলে না। রাজনৈতিক কারণে এবং ভোটব্যাঙ্কের স্বার্থে ধর্মকে ব্যবহার করা ভারতের সার্বভৌমত্ব এবং সংবিধানের বিরুদ্ধ।

লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় (Ayodhya) ধুমধাম করে রাম মন্দিরের (Ram Mandir) প্রতিষ্ঠাকে বিজেপির রাজনৈতিক স্বার্থসিদ্ধি বলে আক্রমণ শুরু করেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। কংগ্রেস (Congress), সিপিএম (CPM), এসপি (SP), তৃণমূল (TMC) ইন্ডিয়া জোটের নেতৃত্ব দলগুলো আগেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার সেই দলে জুড়ল ডিএমকে।