লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) হোক বা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) সকলেই প্রচারে দাবি করেছিলেন প্রতিমাসে নাকি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি আবারও ক্ষমতায় এসেছে। ফলে কংগ্রেসের প্রতিশ্রুতি অধরাই থেকে গেল। কিন্তু যে দল ভোটের আবহে খটাখট করে টাকা ঢুকবে এই প্রতিশ্রুতি দিয়েছিল, তাঁদের শাসিত রাজ্যগুলির অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? বৃহস্পতিবার এই প্রশ্নই তুললেন বিজেপি মুখপাত্র তথা সাংসদ সুধাংশু ত্রিবেদী।

এদিন তিনি বলেন, তাঁদের সরকার তো কর্ণাটকে রয়েছে। তাহলে কর্ণাটকের আমজনতা সমস্যায় পড়ছেন কেন? খাড়গেজি বা রাহুল তো বলেছিলেন যে প্রতি মাসে নাকি টাকা পাবেন বাসিন্দারা, তাহলে নিজেদের রাজ্যে সেই টাকা তো উন্নয়নের খাতে ব্যবহার করতে পারেন। হিমাচলের কংগ্রেস নেতা বা মুখ্যমন্ত্রী বলছেন যে রাজকোষে নাকি সেভাবে টাকা নেই। কিন্তু ওখানেও তো ওদের সরকার রয়েছে। তাহলে কেন আর্থিক সমস্যা হচ্ছে, খাড়গেজি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। কেন আজ হিমাচল প্রদেশ অশান্ত, কেন সেখানে অস্থির পরিস্থিতি এই প্রশ্নের উত্তর কংগ্রেস নেতৃত্বের দেওয়া প্রয়োজন রয়েছে।

প্রসঙ্গত, সামনেই তিন রাজ্যে বিধানসভা নির্বাচন। জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, হরিয়ানাতে নিজেদের জমি পেতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে মহারাষ্ট্র ও হরিয়ানায় যেমন বিজেপি নিজেদের খুঁটি বাচাতে মরিয়া, তেমনই অন্যদিকে জম্মু-কাশ্মীরে গেরুয়া ঝড় চাইছে তাঁরা। এখন দেখার শেষ হাসি হাসে কারা?