বেঙ্গালুরু, ১৭ মার্চঃ তীব্র জলযন্ত্রণায় ভুগছে বেঙ্গালুরু (Bengaluru Water Crisis)। সেই কোপ এবার স্কুলের পড়ুয়াদের উপর এসে পড়ল। কর্ণাটকের সিলসিলা জেলার পদ্মনগর গ্রামের এক স্কুলে মারাত্মক জলাভাব দেখা দিয়েছে। ওই স্কুলের পড়ুয়া সংখ্যা ৩০০-র বেশি। স্কুলের শৌচালয়ে জল নেই। সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। ইতিমধ্যেই শহরের একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলের জানানো হয়েছে, এই 'জরুরি অবস্থায়' কোভিড অতিমারির মতই অনলাইনে ক্লাস হবে। বন্ধ হয়েছে কিছু কোচিং সেন্টারও। সিলিকন ভ্যালিতে জলের সংকট দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে।
আর কয়েকদিন বাদেই হোলি (Holi 2024)। জল-রংয়ের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। সেখানে খোদ 'হ্রদের শহর' ভুগছে জল সংকটে (Bengaluru Water Crisis)। বাড়ি থেকে কাজের সুবিধা ছেড়ে কর্মীরা অফিসমুখী হচ্ছেন। যাতে অন্তত অফিসে গিয়ে একদিন অন্তর তাঁরা স্নান করতে পারেন। ইতিমধ্যে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, জলের অপব্যবহারে জরিমানা চাপানো হবে। জলের হাহাকারে রাশ টানতে বাড়িতে রান্না বন্ধ করে দিয়েছে অধিকাংশ বেঙ্গালুরুবাসী। স্টিলের থালা, বাটি, কাপ, প্লেটের ব্যবহার ঘুচিয়ে কাগজের থালা, গ্লাসের ব্যবহার শুরু হয়েছে।
বেঙ্গালুরুর জল সংকট (Bengaluru Water Crisis) পরিস্থিতি মোকাবিলায় সোমবার বৈঠক ডেকেছে কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেলা ১২টায় মুখ্যমন্ত্রীর বাসভবনের বৈঠকে রাজ্যের জলযন্ত্রণা নিয়ে আলোচনায় বসবে রাজ্য সরকার।