![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/12-380x214.jpg)
বেঙ্গালুরু, ৩০ জুনঃ বর্ষাকাল মানেই চারিদিকে জমা জল আর তা থেকে ডেঙ্গির (Dengue) প্রকোপ। প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে বর্ষার আগমন ঘটেছে। আর সেই সঙ্গে বেড়েছে নানা অসুখ-বিসুখ নিয়ে দুশ্চিন্তা। প্রতিবছর বর্ষার মরসুমে দেশজুড়ে ডেঙ্গু আতঙ্ক গিলে খায় সকলকে। জমা জল থেকে জন্ম নেওয়া ডেঙ্গু মশার কামড়ে বহু প্রাণের বলি হচ্ছে। চলতি বছরে বেঙ্গালুরুতে (Bengaluru) ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল প্রশাসন। জানুয়ারি মাসের পর গত বৃহস্পতিবার এই প্রথম বেঙ্গালুরুতে ডেঙ্গু (Dengue) প্রাণ কাড়ল।
২৭ বছরের মৃত যুবক সিভি রমন নগরে বাসিন্দা। যদিও শুক্রবার আরও দুই রোগীর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে প্রশাসনের তরফে সেই খবরে এখনও নিশ্চয়তা মেলেনি। জানা যাচ্ছে, গত ২৫ জুন জ্বর নিয়ে বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল যুবককে। চিকিৎসা চলাকালীন রোগীর অঙ্গপ্রত্যঙ্গ কর্মক্ষমতা হারিয়ে বিকল হয়ে যেতে শুরু করে। ২৭ জুন মারা যান যুবক।
কর্ণাটক জুড়ে ক্রমেই বাড়ছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। ক্রমবর্ধমান ডেঙ্গু রিপোর্ট প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মঙ্গলবারই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ডেঙ্গুর সংক্রমণ সনাক্তকরণ এবং তার চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।।
জানুয়ারি থেকে বেঙ্গালুরুতে এখনও অবধি ১,৭৪৩টি ডেঙ্গু সংক্রমণের কেস নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী কার্যালয়ের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, গোটা কর্ণাটক জুড়ে ২৪ জুন পর্যন্ত ৫,৩৭৩টি ডেঙ্গুর কেস রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের।