কাবুল: বাড়িতে অবিবাহিত মেয়ে (girls) থাকলেই জোর করে বিয়ে করছে তালিবানরা (Taliban)। তাই যেনতেন প্রকারে শিশু অবস্থাতেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন আফগানিস্তানের (Afghanistan) বাসিন্দারা। আর এই ঘটনা ঘটছে ২০২১ সালে অগাস্ট মাসে তালিবানরা দেশের ক্ষমতায় আসীন হওয়ার পরেই। নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত (securing future) করার জন্যই এই কাজ করতে তাঁরা বাধ্য হচ্ছেন বলেই প্রকাশ পেয়েছে একটি রিপোর্টে।
ওই রিপোর্টে আরও প্রকাশ পেয়েছে, বয়সন্ধিতে পেরোনোর পরেই আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা বন্ধ করেছে (banned from attending school) তালিবান শাসকরা। এর ফলে ওই মেয়েরা রাস্তায় বের হলেই হেনস্থার শিকার (harassment) হতে হচ্ছে। পাশাপাশি তাদের জোর করে বিয়ে করছে তালিবান জঙ্গিরা। ঘোর প্রদেশের (Ghor province) এক নারীবাদী আন্দোলনের নেত্রী (women's rights activist) শুকরিয়া শেরজাই ((Shukria Sherzai) জানান, তালিবান যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকেই জোর করে ও কম বয়সে বিয়ের ঘটনা প্রচুর পরিমাণে বেড়ে গেছে আফগানিস্তানে।
তিনি আরও জানান, তালিবানদের সমর্থন করেন না এমন অনেক পরিবারের সদস্যরাই মেয়েদের ভালো ও সুনিশ্চিত ভবিষ্যতের জন্য অল্প বয়সে তাদের বিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছেন। যাতে তালিবান জঙ্গিরা তাদের জোর করে বিয়ে না করতে পারে। কিন্তু, এই ধরনের ঘটনার ফলে ওই মেয়েদের ভবিষ্যত তো সুরক্ষিত হচ্ছেই না উলঠে ভেঙে পড়ছে পারিবারিক কাঠামো। এর ফলে পরিবারগুলির মধ্যে হিংসার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের (Amnesty International) তরফেও একটি রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে শিশুদের জোর করে বিয়ের ঘটনা তালিবানদের শাসনকালে বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
Afghans marrying off young daughters to avoid forced marriages with Taliban
Read: https://t.co/vt4XBNIvWw pic.twitter.com/HoFz4Z9Re1
— IANS (@ians_india) December 2, 2022