আবারও ভোগ্যপণ্যে নিষিদ্ধ জিনিস ব্যবহার করায় বিপাকে দেশের অন্যতম সংস্থা নেসলে (Nestle)। এর আগে এই সংস্থার দ্রব্য ম্যাগিতে (Maggie) রাসায়নিক ব্যবহার করায় চরম ক্ষতির মুখে পড়তে হয়েছিল। এবার বাচ্চাদের খাদ্যদ্রব্যে চিনি ব্যবহার করে বিপাকে পড়ল সংস্থাটি। জানা যাচ্ছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বেবিফুডে কোনওভাবেই চিনি বা মধু ব্যবহারের নিয়ম নেই।
তবে পাবলিক আই নামক একটি সংস্থা তদন্ত করে দেখেছে, ভারতের ১৫টি সেরেলা প্রডাক্টে গড়ে ৩ গ্রাম চিনির ব্যবহার হচ্ছে। বিশেষ করে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা, এবং লাতিন আমেরিকার দেশগুলিতে নেসলে যে বেবিফুড বিক্রি করে সেগুলিতে চিনির ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপরদিকে, আমেরিকা, সুইজারল্যান্ডের মতো দেশগুলিতে চিনিমুক্তি বেবিফুড বিক্রি হচ্ছে।
FSSAI examining charges against Nestle on adding sugar in baby foods: Govt sources
Read @ANI Story | https://t.co/yAjkTtHkZu#Nestle #FSSAI #Cerelac pic.twitter.com/Uxd5xLFBfn
— ANI Digital (@ani_digital) April 18, 2024
এই অভিযোগ ওঠার পর ভারতের সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও পাবলিক আইয়ের রিপোর্ট যাচাই করে দেখা হচ্ছে। তবে এই খবর সামনে আসতেই এর প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। ইতিমধ্যেই নেসলের শেয়ার ৫ শতাংশ পড়ে গিয়েছে। যা নিয়ে চিন্তায় সংস্থার কর্মকর্তারা।