উদয়পুর, ৩০ জুন: আধুনিক ভারতীয় রাজনীতির চানক্য হিসেবে অনেকেই ডাকেন তাঁকে। ২০১৪ লোকসভায় হোক, বা ১৯-এ। বিজেপির চানক্য অমিত শাহ যেমন বলেছেন, যেমনভাবে ছক সাজিয়েছেন সব মিলে গিয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচন শেষে সাংবাদিক সম্মেলনে হাসতে হাসতে শাহ বলেছিলেন, বিজেপি ৩০০-র বেশী আসনে জিতে দেশের ক্ষমতায় আসবে। বাস্তবে সেটাই হয়। ৩০৩টি আসনে জিতে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার। সেই শাহ আবার বলছেন, বিজেপি ২০২৪ লোকসভা নির্বাচনে ৩০০-র বেশী আসনে জিতবে, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হবেন। তবে এর মাঝে বাংলা থেকে কর্ণাটক বিধানসভা নির্বাচনে শাহ-র কোনও অঙ্কই মেলেনি। ২০২১ লোকসভা নির্বাচনের আগে বারবার শাহ বলেছেন, বাংলায় বিজেপি ২০০-র বেশী আসনে জিতবে। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূল দুশোর বেশী আসনে জেতে। কর্ণাটকেও তেমনটা হয়।
রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে উদয়পুরে গিয়ে শাহ-র ঘোষণা, " ২০২৪ লোকসভা নির্বাচনে ৩০০-র বেশী আসনে জিতে নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা।" পটনায় বিরোধী দলগুলির মহাবৈঠককে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর পড়ুন-'শান্তি চায় মণিপুর', আশ্রয় শিবির ঘুরে মন্তব্য রাহুল গান্ধীর
দেখুন টুইট
Narendra Modi is certain to become PM again in 2024 with BJP winning over 300 seats: Amit Shah in Udaipur
— Press Trust of India (@PTI_News) June 30, 2023
লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে বিজেপি। শাহ প্রচারের শুরু থেকেই একটা সংখ্যাকে খুব জোর দিচ্ছেন। তা হল ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ৩০০-র বেশী আসনে জিতবে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর যেটা তাদের পক্ষে কঠিন কাজ হবে বলেই মনে করা হচ্ছে।
কারণ গতবার গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লি-র মত রাজ্যে বিজেপি প্রায় সব আসনে জিতেছিল। ফলে সেসব জায়গা থেকে আসন বাড়ানোর সুযোগ কম। নীতীশ কুমার ছেড়ে যাওয়ার পর বিহারের কাজটাও কঠিন পদ্মশিবিরের কাছে। উদ্ধভ ঠাকরের শিবসেনার ইস্যুতে মহারাষ্ট্রেও বিপাক গেরুয়া শিবির। বাংলা, কর্ণাটকের মত রাজ্যে গতবারের অপ্রত্য়াশিত দারুণ ফল এবার হওয়া কঠিন।
তবে তেলঙ্গনা, ওডিশায় গতবারের থেকে কিছু বেশী আসন বেশী পেতে পারে বিজেপি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশেও গড় ধরে রাখতে পেরেছে পদ্ম শিবির। শাহ-র তিনশোর কথা গতবারের লোকসভার মত ফলে নাকি ২০২১-র বাংলা, ২০২৩-র কর্ণাটকের মত ব্যর্থ হয় সেটাই দেখার।