নয়াদিল্লিঃ দিল্লি বিধানসভা নির্বাচনে(Delhi Assembly Elections 2025) ভোট গ্রহণ চলছে সকাল থেকে। আর এই নির্বাচনী উৎসবে সামিল হচ্ছেন হেভিওয়েট নেতা ব্যক্তিত্বরা। সকালেই ভোটগ্রহণ পর্ব সেরেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ,সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ বহু ব্যক্তিত্ব। এ বার ভোটদান পর্ব সারলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এদিন দুপুরে পরিবার সহ ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। দিল্লির লেডি লরউইন স্কুলে ভোটদান করে কেজরিওয়াল পরিবার। ভোটদান শেষে পরিবারের সঙ্গে তোলা আঙুলে কালিমাখা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "দিল্লিবাসী আজ ভোট। আর ভোটদান মানে কিন্তু শুধু একটা বোতাম টেপা না। আপনার ভোটদান আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ লিখবে।" প্রসঙ্গত, দিল্লি নির্বাচনের আগের রাতে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে হরিয়ানার শাহবাদ থানায় দায়ের হয় এফআইআর। কেজরিওয়ালের বিরুদ্ধে বিএনএস-এর ১৯২, ১৯৬(১), ১৯৭(১), ২৪৮(a) ও ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে খবর।
পরিবারসহ ভোট দিলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল, দেখুন ভিডিয়ো
Delhi Assembly Elections 2025: AAP Chief Arvind Kejriwal Casts Vote Along With His Family, Urges Voters To Choose Development (See Pics and Video)https://t.co/1ksqrHKglW#Delhi #DelhiAssemblyElection2025 #DelhiElection2025 #ArvindKejriwal #AAP@ArvindKejriwal
— LatestLY (@latestly) February 5, 2025