দিল্লি, ৫ ফেব্রুয়ারি: দিল্লি (Delhi) থেকে ফের একটি হেনস্থার খবর সামনে এল। রিপোর্টে প্রকাশ, এবার এক মহিলা হেনস্থার শিকার হন র্যাপিডো (Rapido) চালকের হাতে। দিল্লির এক মহিলা অভিযোগ করেন, তিনি র্যাপিডো বুক করেছিলেন। নির্দিষ্ট গন্তব্যে তাঁকে পৌঁছনোর পর সংশ্লিষ্ট চালক তাঁকে হোয়াটস অ্যাপে মেসেজ করতে শুরু করে। কখনও কল আবার কখনও হোয়াটস অ্যাপ মেসেজ, র্যাপিডো চালকের অনাহূত ডাকাডাকিতে তিনি ভয় পেয়ে যান এবং বিরক্ত হন।
অভিযোগকারিনী জানান, তাঁকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেন র্যাপিডো চালক। যখন তিনি টাকা দিতে যান, সেই সময় কথা শুরু করেন ওই চালক। তিনিও পালটা ছোটখাট উত্তর দিয়ে সেখান থেকে চলে যান। তবে ওই মহিলাকে উদ্দেশ্য করে র্যাপিডো চালক বলতে শুরু করেন, 'আপনি কত সুন্দর দেখতে, কত কম বয়স আপনার'। এরপরই ওই মহিলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কোথায়, সে বিষয়ে র্যাপিডো চালক প্রশ্ন শুরু করেন।
তবে তাতে থামেননি র্যাপিডো চালক। তিনি ক্রমাগত ওই মহিলাকে হোয়াটস অ্যাপে মেসেজ এবং ফোন শুরু করেন। যার জেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান দিল্লির মহিলা। এরপর নিজের অভিজ্ঞতার কথা ওই মহিলা রেডিটের মাধ্যমে তুলে ধরেন। যা প্রকাশ্যে আসতেই তা বাইরাল হয়ে যায়।
বিষয়টি জানাজানি হতেই র্যাপিডোর তরফে দিল্লিবাসী মহিলার সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানানো হয় র্যাপিডোর তরফে।