মুম্বইতে (Mumbai Boat Capsize) গেটওয়ে ইন্ডিয়ার কাছে এলিফান্টা দ্বীপে যাওয়ার পথে ডুবে যায় একটি যাত্রী বোঝাই বোট। যে যাত্রী বোঝাই বোটে ১, ২ থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩-তে।  তবে ১০১ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। উদ্ধারের পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। নৌবাহিনীর সঙ্গে ধাক্কায় যাত্রী বোঝাই নীলকমল ডুবে যায় এলিফান্টা দ্বীপে যেতে গিয়ে। বুধবার বিকেল ৩.৫৫ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে শুরু করা হয় উদ্ধার কাজ। প্রথমে ১ জনের মৃত্যুর খবর মেলে। এরপর জানা যায়, ২ জনের মৃত্যু হয়েছে। পরে সেই সংখ্যা ১৩ জনে পৌঁছেছে। এমনই জানানো হয়েছে নৌবাহিনীর তরফে। উপকূলরক্ষী বাহিনীর  উদ্ধারকারী দলও কাজ শুরু করেছে বলে খবর। পর্যটকদের কাছে জনপ্রিয় এলিফান্টা দ্বীপের ঘরপুরী গুহা। সেদিকেই যাচ্ছিল যাত্রী বোঝাই বোটটি। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর আগেই ওই যাত্রী বোঝাই বোটটি ডুবে যায়। যার জেরে ছড়িয়ে পড়ে প্রবল আতঙ্ক।

আরও পড়ুন: Mumbai Boat Capsize: মুম্বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ডুবল যাত্রী বোঝাই বোট, ৬০ জনের মধ্যে উদ্ধার ২১

দেখুন নৌবাহিনীর বিবৃতিতে কী জানানো হল...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)