জব্বলপুর: ধর্ষিতা নাবালিকার (Minor rape survivor) বয়সের প্রমাণ (age proof) পেতে আধারের (Aadhaar) দ্বারস্থ হয়ে কোনও লাভ নেই। কারণ আধার এই বিষয়ে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে না। সম্প্রতি মনোজ কুমার যাদব বনাম স্টেট অফ মধ্যপ্রদেশ (Manoj Kumar Yadav vs State of Madhya Pradesh), মামলায় এই মন্তব্যই করা হয় মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) জব্বলপুর বেঞ্চের (Jabalpur bench) তরফে।
এপ্রসঙ্গে বিচারপতি বিবেক আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ জানায়,নাবালিকা ধর্ষিতার বয়স ঠিক কত তা জানার জন্য আধারের উপর ভিত্তি করা যাবে না। আদালতগুলিকে জুভেইনাল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রটেকশন অফ চিলড্রেন) অ্যাক্ট (Juvenile Justice (Care and Protection of Children) Act) অনুযায়ী পদ্ধতি মেনে তা নির্দিষ্ট করতে হবে।
সিঙ্গল বেঞ্চের তরফে আরও জানানো হয় যে জুভেইনাল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী জন্মের শংসাপত্র (birth certificate) ও স্কুল ছাড়ার শংসাপত্রের (school leaving certificate) উপর ভিত্তি করেই যেকোনও নাবালক ও নাবালিকার বয়স নির্ধারণ করতে হবে। তবে যদি ওই ধরনের কাগজপত্র না থাকে তাহলে আইনে বর্ণিত হাড়ের অসিফিকেশন পরীক্ষা (ossification test) করে বয়স জানতে হবে। আরও পড়ুন: PM Modi's Craze In Kerala: প্রধানমন্ত্রী মোদির পদযাত্রায় পুষ্পবৃষ্টি জনতার, দেখুন কোচির ভিডিয়ো
Aadhaar not proof to determine age of minor rape survivor: Madhya Pradesh High Court#aadhaar @UIDAI
Read more here: https://t.co/makYjdpdpf pic.twitter.com/rURDlWG5iC
— Bar & Bench (@barandbench) April 24, 2023