Star Candidates of 2024 Lok Sabha Elections. (Photo Credits: X)

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন ২০২৪-এর ভোট গণনা। দেশের ৫৪৩টি লোকসভা আসনে হবে ফল ঘোষণা। দেশের ক্ষমতায় কে বা কারা আসবে। রাজ্যে কারা জিতবে। আমি যেখানের ভোটার সেখানে কে জিতল। এই ধরনের উতসাহর পাশাপাশি, অনেকেরই নজর তারকা প্রার্থীদের দিকে। লেটেস্টলি বাংলা এমন ৫০ জন তারকা প্রার্থীর নাম হাজির করল এই প্রতিবেদনে যাদের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ।

দেখুন দেশের ৫০ জন তারকা প্রার্থীর নামের তালিকা--

১) নরেন্দ্র মোদী (বারাণসী, ইউপি): দেশের প্রধানমন্ত্রী টানা তিনবার পবিত্র শহর বারাণসী থেকে জয়ের লক্ষ্যে নেমেছেন। প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রাই। রেকর্ড ভোটে জয়ের দাবি করছে বিজেপি। নিশ্চিত জয়ের মুখ থাকা মোদী বারাণসীতে কত ভোটে জেতেন সেটাই দেখার।

২) রাহুল গান্ধী (রায়বারেলি, ইউপি ও ওয়ানাড়, কেরল): গতবারের মত এবারও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী দুটি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন। গতবারের জেতা আসন ওয়ানাড়ে রাহুল এবার কেমন ফল করেন সেটা দেখার। সেখানে তাঁর প্রধান প্রতিপক্ষ সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা-র স্ত্রী অ্যানি রাজা। তবে রাহুলকে নিয়ে আরও বেশী আগ্রহ রায়বারেলি নিয়ে। উত্তর প্রদেশে কংগ্রেসের শেষ গড় রায়বারেলি ধরে রাখার দায়িত্ব রাহুলের কাঁধে। গতবার আমেথিতে স্মৃতি ইরানির কাছে হারা রাহুল এবার মা সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বারেলিতে জিততে পারেন কি না সেটাই দেখার।

৩) স্মৃতি ইরানি (আমেথি, ইউপি): গতবার রাহুল গান্ধীকে হারিয়ে চমকে দেওয়া কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে এবার আমেথির ভোট অগ্নিপরীক্ষার মত। খাতায় কলমে প্রতিপক্ষ যেই থাকুক,এখানে স্মৃতির মূল লড়াই প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-র সঙ্গে।

৪) অমিত শাহ (গান্ধীনগর, গুজরাট): টানা দুবার গান্ধীনগর থেকে জয়ের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগে এখান থেকে লড়তেন লালকৃষ্ণ আদবানী।

৫) অভিজিত গঙ্গোপাধ্যায় (তমুলক, পশ্চিমবঙ্গ): কলকাতা হাইকোর্টের স্বেচ্ছা অবসর নিয়ে রাজনীতিতে এসেছেন। শুভেন্দু অধিকারীর গড় তমলুক থেকে তিনি এবার বিজেপি প্রার্থী। প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। বিচারক কি ভোটারদের আর্শীবাদ পাবেন?

৬) অখিলেশ যাদব (কনৌজ,ইউপি): গতবার আজমগড় থেকে জিতে সাংসদ হন, পরে বিধানসভায় জিতে সাংসদ পদ ছাড়েন। এবার অখিলেশ লড়ছথেন সমাজবাদীদের গড় হিসেবে পরিচিত কনৌজ থেকে। অখিলেশের ফলের দিকে সবার নজর।

৭) অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার, পশ্চিমবঙ্গ): তৃণমূলের অঘোষিত নম্বর টু ডায়মন্ড হারবার থেকে হ্যাটট্রিক করতে পারেন কি না, জয়ের ব্যবধান বাড়াতে পারেন কি না সেটাই দেখার।

৮) শশী থারুর (তিরবন্ততপুরম, কেরল): টানা চারবার জয়ের লক্ষ্যে কেরলের সবচেয়ে উন্নত জায়গার লোকসভা আসনে নেমেছেন শশী থারুর। প্রধান প্রতিপক্ষ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। শশীর ঘাড়ে নি:শ্বাস ফেলছে বিজেপি। কংগ্রেসের স্মার্ট নেতা পারবেন

৯) কে আন্নামালাই (কোয়াম্বাটোর,তামিলনাড়ু): তামিলনাড়ু বিজেপির সভাপতি। দক্ষিণ ভারতে এখন বিজেপির সবচেয়ে বড় নেতা। তামিলনাড়ুতে ভাল ফল করতে হলে আন্নামালাইকে জিততেই হবে।

১০) কঙ্গনা রানওয়াত (মান্ডি, হিমাচল): বলিউডের কুইন এবার ভোটের রাজনীতিতে। মোদীর অন্ধ ভক্ত কঙ্গনাকে কি পারবেন ভোটের বৈতরণী পাড় করে সাংসদ হতে?

১১) রাজনাথ সিং (লখনৌ, ইউপি): কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা রাজনাথ সিং কি নিজের অপরাজেয় তকমা ধরে রাখতে পারবেন?

১২) ভূপেশ বাঘেল (রাজনন্দনগাঁও,ছত্তিশগড়): ক মাস আগেও তিনি ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটে হেরে সিংহাসন হারান। এবার তিনি লোকসভায় দলকে জেতাতে লড়ছেন। রাজ্যে কংগ্রেসের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ আসন।

১৩) পীযুষ গোয়েল (মুম্বই নর্থ, মহারাষ্ট্র): হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী।  এই প্রথমবার ভোটে লড়ছেন। অপেক্ষাকৃত নিরাপদ আসন থেকে লড়ে প্রথমবার লোকসভায় যাওয়ার লক্ষ্যে।

১৪) সুপ্রিয়া সুলে (বারামতি, মহারাষ্ট্র): শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে এবারও লড়ছেন বারামতি থেকে। এবার তাঁর সামনে বাবার ও দলের সম্মানরক্ষার লড়াই। সুপ্রিয়ার প্রতিপক্ষ তাঁর কাকিমা তথা বিজেপি  শিবিরে যাওয়া এনসিপি প্রধান অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। ভাসুরের মেয়ে বনাম কাকিমা দ্বৈরথের এই আসনের ফলের দিকে গোটা দেশের নজর থাকবে।

১৫) কিশোরী লাল শর্মা (আমেথি, ইউপি): রাহুল গান্ধী সরে গিয়েছেন পাশের রায়বারেলি-তে, দাঁড়াবো দাঁড়াবো করেও শেষ পর্যন্ত দাঁড়াননি কিশোরী লাল শর্মা। কংগ্রেসের পুরনো গড় পুনরুদ্ধারে কেএল শর্মাই এবার কংগ্রেস বাজি। প্রতিপক্ষ বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

১৬) পাপ্পু যাদব (পূর্নিয়া,বিহার): বাহুবলী নেতা। বিতর্কিত চরিত্র। কিন্তু পূর্ণিয়ায় খুব জনপ্রিয় নেতা। কংগ্রেস জোট শরিককে আসনটি ছেড়ে দিতে বাধ্য হয়। তাই নির্দল প্রার্থী হয়েই লড়ছেন পাপ্পু। পাপ্পু জেতার মত জায়গায় আছেন। সবার নজর থাকবে এই আসনের দিকে।

১৭) মাধবীলতা (হায়দরাবাদ, তেলঙ্গানা): ওয়েইসি গড়ে বিজেপির বাজি মাধবীলতা। ধর্মীয় মেরুকরণের রাজনীতিতে মিম-প্রধান আসাদাউদ্নি ওয়েইসি-কে হারিয়ে ইতিহাস গড়তে পারেন বিজেপির মাধবীলতা। নজরে রাখুন।

১৮) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা, মধ্যপ্রদেশ): কংগ্রেস ছেড়ে এই প্রথম নির্বাচনে লড়ছেন। নজর থাকবে সিন্ধিয়া-র গুনার দিকে।

১৯) নকুলনাথ (ছিন্দেওয়াডা, মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথ গতবার রাজ্যে কংগ্রেসের একমাত্র আসন ছিল। এবার কী গড় রাখতে পারবেন কমলনাথ? 

২০) দ্বিগ্বিজয় সিং (রাজগড়,মধ্যপ্রদেশ): কংগ্রেসের বহু যুদ্ধের সৈনিক। বয়স অনেকটা হল, তবু আবারও নির্বাচনী যুদ্ধে। নিজের চেনা কেন্দ্র। কিন্তু সেটা এখন বিজেপি গড়। অঘটন ঘটাতে পারবেন কমলনাথ?

২১) নবনীত রানা (অমরাবতী, মহারাষ্ট্র):

২২) করণ ভূষণ সিং (গোন্ডা, ইউপি):

২৩) কানহাইয়া কুমার (দিল্লি, দিল্লি):

২৪) অনুরাগ ঠাকুর (হামিরপুর, হিমাচল):

২৫) ডিম্পল যাদব (মৌনপুরী, ইউপি):

২৬) রোহিনী আচার্য যাদব (শরণ,বিহার):

২৭) মিশা ভারতী (পাটলিপুত্র, বিহার):

২৮) সুকান্ত মজুমদার (বালুরঘাট, পশ্চিমবঙ্গ):

২৯) হেমা মালিনী (মথুরা, ইউপি):

৩০) মণিশ তিওয়ারি (চণ্ডিগড়, চণ্ডিগড়):

৩১) মহুয়া মৈত্র (কৃ্ষ্ণনগর, পশ্চিমঙ্গ):

৩২) মনোহর লাল খট্টার ( কার্নেল,হরিয়ানা):

৩৩) বিপ্লব দেব (পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা):

৩৪) নবীন জিন্দাল (কুরুক্ষেত্র,হরিয়ানা):

৩৫) দিলীপ ঘোষ (বর্ধমান দুর্গাপুর, পশ্চিমবঙ্গ):

৩৬) রবি কিষাণ (গোরক্ষপুর, ইউপি):

৩৭) ডি.কে. সুরেশ (বেঙ্গালুরু দক্ষিণ, কর্ণাটক):

৩৮) সোমনাথ ভারতী (নয়া দিল্লি, দিল্লি):

৩৯) শত্রুঘ্ন সিনহা (আসানসোল, পশ্চিমবঙ্গ):

৪০) গিরিরাজ সিং (বেগুসরাই, বিহার)

৪১) পবন সিং (কারাকাট, বিহার)

৪২) তামিলিসাই সৌন্দরাজন (চেন্নাই সাউথ)

৪৩) রাজীব চন্দ্রশেখর (তিরুবন্ততপুরম, কেরল)

৪৪) গৌরব গগৈ (জোরহাট, অসম)

৪৫) কৃতি সিং দেববর্মা (পূর্ব ত্রিপুরা, ত্রিপুরা)

৪৬) অরুণ গোভিল (মিরাঠ, ইউপি)

৪৭) সম্বিত পাত্র (পুরী, ওডিশা)

৪৮) সুদীপ বন্দোপাধ্যায় (কলকাতা উত্তর, পশ্চিমবঙ্গ)

৪৯) বাঁশুরী স্বরাজ (নয়া দিল্লি, দিল্লি)

৫০) দীপেন্দর সিং হুডা (রোহতাক, হরিয়ানা)