কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)অন্যতম কেন্দ্র হল ঝাড়গ্রাম (Jhargram)। আগে এই কেন্দ্রটি অবিভক্ত মেদিনীপুর জেলার অন্তর্গত ছিল। ২০১৭ সালে এটি পৃথক জেলায় পরিণত হয়। এই লোকসভা কেন্দ্রের ভিতরে সাতটি বিধানসভা কেন্দ্র। সেগুলি হল গড়বেতা, শালবনি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম,বান্দোয়ান ও বিনপুর। এই আসনটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ কুনার হেমব্রম। তবে বিজেপি ছেড়েছেন তিনি। ১৯ শে মে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এ বার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন প্রণত টুডু। এই কেন্দ্রের ভোট ২৫ শে মে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ২৬ হাজার ৫৮৩ ভোটে জিতেছিলেন কুনার হেমব্রম । দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের বিরবাহা সোরেন। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের দেবলীনা হেমব্রম। ১৯৬২ সাল থেকে এই কেন্দ্রে প্রথম লোকসভা ভোট শুরু হয়। প্রথমে এই কেন্দ্রটি ছিল কংগ্রেসের দখলে। ১৯৭৭ সাল থেকে এটি বামেদের দখলে চলে যায়। ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রে রাজত্ব করেছে সিপিএম। ২০১৪ সালে প্রথম এই কেন্দ্রে বামদের সরিয়ে ঘাসফুল ফোটায় তৃণমূল কংগ্রেস। তবে ৫ বছরের বেশি এই আসন নিজেদের হেফাজতে রাখতে পারেনি রাজ্যের শাসক দল। ২০১৯ সালে এই আসনে গেরুয়া ঝড় তোলেন বিজেপির কুনার হেমব্রম। এ বারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কড়া টক্কর হতে চলেছে তা আঁচ করাই যাচ্ছে। বিজেপি তাদের মুলুক ধরে রাখতে পারে নাকি ঝাড়গ্রামে সবুজ ঝড় ওঠে তাই এখন দেখার।