চলে গেলেন ভারতের 'স্টিল ম্যান 'জামশেদ জে ইরানি। সোমবার গভীর রাতে জামশেদপুরে তিনি দেহত্যাগ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।   টাটা স্টিলের সঙ্গে চার দশকেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ইরানি। ২০১১ সালের জুন মাসে  টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন তিনি কিন্তু রেখে যান ৪৩ বছরের একটি উত্তরাধিকার।

১৯৬৩ সালে বিদেশে নিজের কর্মজীবন শুরু করলেও ৫ বছরের মধ্যেই (১৯৬৮ সালে) দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে টাটা স্টিল) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন। সেই  সময় ইরানি গবেষণা ও উন্নয়নের ভারপ্রাপ্ত পরিচালকের সহকারী হিসাবে ফার্মে যোগদান করেন।তার ১০ বছরের মধ্যেই তিনি ১৯৭৮ সালে জেনারেল সুপারিনটেনডেন্ট, ১৯৭৯ সালে জেনারেল ম্যানেজার এবং ১৯৮৫  সালে টাটা স্টিলের প্রেসিডেন্ট হন। ২০১১ সালে অবসর নেওয়ার আগে তিনি ১৯৮৮ সালে টাটা স্টিলের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক(Joint Managing Director) এবং১৯৯২ সালে ব্যবস্থাপনা পরিচালক (Managing Director)হন।