ন্যাশানাল ক্রিয়েটর হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এবার 'বাবা-মায়ের যৌনতার' প্রসঙ্গ তুলে রণবীর যখন মন্তব্য করেন, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এরপরই রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়।
...