প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের( Bangladeshi) অনুপ্রবেশের খবর মিলছে। বিভিন্ন অবৈধ উপায়ে ভারতে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এ বার পুলিশের জালে এমনই ৩ বাংলাদেশি। মুম্বই বিমানবন্দর থেকে ৩ বাংলদেশিকে গ্রেফতার করল রায়পুর পুলিশ। ইতিমধ্যেই তাদের রায়পুরে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তিনদিনের জন্য তাদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

ফের ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার ৩ বাংলাদেশি

এই ঘটনায় এসএসপি লাল উমেদ সিং বলেন, "মুম্বই বিমানবন্দর থেকে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম মহম্মদ ইসমাইল, শেখ আকবর এবং শেখ সাজান। তারা বাংলাদেশি এমনটাই অনুমান। কিছু অবৈধ নথি উদ্ধার করা হয়েছে তাদের থেকে। মুম্বই এটিএস সেই সব নথির ভিত্তিতে এই তিনজনকে গ্রেফতার করে। পরে এই তিনজনকে রায়পুরে আনা হয়েছে। তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে তারা। জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছে থাকা সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে।"

মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফপ্তার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী