warner with trophy (Photo Credit: Instagram)

২০২৫ এর মরসুমে দুবাই ক্যাপিটালস তাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতেছে। এই ম্যাচে ডেজার্ট ভাইপার্স প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে।১৯০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৪ উইকেটে জয়ী হয়।

ফাইনালে জয়ের পর দুবাই ক্যাপিটালস দলের ডেভিড ওয়ার্নার এবং গুলবাদিন নাইব-কে এক অনন্য উপায়ে উদযাপন করতে দেখা যায়। রবার্ট লেভান্ডোস্কি, লিওনেল মেসি এবং রোহিত শর্মার বিশ্বকাপ জেতার পর ট্রফিকে জড়িয়ে ঘুমানোর সেই বিখ্যাত উদযাপনের কপি করে ওয়ার্নার এবং এনবিকে তাদের বিছানায় ট্রফি নিয়ে দেখা গেছে। যার ছবি ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে।

ট্রফি নিয়ে পোজ দিলেন ডেভিড ওয়ার্নার, গুলবাদিন নাইব-রা

 

View this post on Instagram

 

A post shared by Dubai Capitals (@dubaicapitals)