![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/Pixabay-13-2.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ বীরভূমের (Birbhum) বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২ জনের। পাশাপাশি আগুনে ঝলসে আহত হয়েছেন ৪ জন। আহতদের স্থানীয় বোলপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জানা গিয়েছে, সোমবার বিকেলে বোলপুরের শ্রীনিকেতন রোডের উপর বাঁধগোড়াতে একটি বহুতলে আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। এরপর দমকল ও স্থানীয়দের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বোলপুরের আবাসনে ভয়াবহ আগুন
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে অনুমান। অন্যদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং পুরসভার চেয়ারম্যান। আবাসিকরা জানান, আচমকাই আগুন লাগে ওই আবাসনে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ভয়ে ছোটাছুটি শুরু করেন আবাসিকরা। আবাসনের মধ্যে আটকে পড়েন কিছুজন। এর পর প্রায় ৬০ জনকে বের করে আনা হয় আবাসন থেকে। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
বীরভূমের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২ জনের
West Bengal Fire: 2 Dead, 4 Injured as Blaze Erupts in Residential Complex in Birbhumhttps://t.co/6Pn92DVV39#WestBengal #Fire
— LatestLY (@latestly) February 10, 2025