![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/modi-drance-dinner.jpeg?width=380&height=214)
নয়াদিল্লিঃ দু'দিনের ফ্রান্স(France) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। প্যারিসে আয়োজিত 'এআই অ্যাকশন সামিট'এ যোগ দিতে মূলত আইফিল টাওয়ারের দেশে পা দিয়েছেন মোদী। দু' দিনের ফ্রান্স সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছেন নমোর। ফ্রান্সে প্রথম দিন মোদীকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মোদীকে বুকে জড়িয়ে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিন এলিসি প্যালেস মোদীর জন্য বিশেষ ডিনারের ব্যবস্থা করা হয়। এরপর ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর।
প্যারিসের মাটিতে বিশেষ ডিনার মোদীর
প্রসঙ্গত, ফ্রান্সে দু'দিন কাটিয়ে সেখান থেকে আমেরিকায় উড়ে যাবেন মোদী। আজ প্যারিসের মাটিতে বসতে চলেছে এআই অ্যাকশন সামিট'। এই সম্মেলনে হাজির থাকবেন দেশ-বিদেশের বহু রাষ্ট্রনেতারা। পাশাপাশি উপস্থিত থাকবেন বিশ্বের তাবড় প্রযুক্তিবিদ ও বিভিন্ন প্রযুক্তি সংস্থার সিইওরা। এই সামিটের মূল লক্ষ্য হল এআইয়ের নৈতিক ব্যবহার নিয়ে আলোচনা এবং এআইয়ের ভবিষ্যৎ নিয়ে সম্ভাব্য আলোচনা। এই সম্মেলন প্রথম শুরু হয় ২০২৩ সালে। সে বার এই সম্মেলনের আয়োজন করেছিল ব্রিটেন। ২০২৪ সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায়। প্রথমাবারের মতো ফ্রান্সের মাটিতে বসল এই সম্মেলন।
প্যারিসে ফ্রান্স প্রেসিডেন্টের সঙ্গে বিশেষ ডিনার মোদীর, দেখুন ভিডিয়ো
#InPics | Prime Minister Narendra Modi was welcomed with a hug by French President Emmanuel Macron at a welcome dinner ahead of co-chairing the AI Summit in Paris.
"Delighted to meet my friend, President Macron in Paris," PM Modi posted on X.#NarendraModi #emmanuelmacron… pic.twitter.com/EWnVDoQvzH
— NDTV (@ndtv) February 11, 2025