সীমান্ত পেরিয়ে আসা ২ সন্ত্রসবাদীকে নিকেশ করল ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে। এর পাশাপাশি পাকিস্তানে তৈরী বেশ ওযুধ, কিছু হ্যান্ড গ্রেনেড ও একে ৪৭ বন্দুক উদ্ধার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনা।

ইন্টেলিজেন্স সূত্রে আগেই থেকেই খবর ছিল যে এলওসি তে বালাকোট সেক্টরে পাকিস্তান থেকে প্রবেশ করবে বেশ কিছু পাক নাগরিক। সেই অনুযায়ী আগে থেকেই সতর্ক করা হয়েছিল নির্দিষ্ট ঘাটিগুলিকে। সন্ত্রাসবাদীরা ভারতের প্রবেশ করার আগেই তাদের ওপর গুলি চালানো শুরু করে ভারতীয় সেনা। গুলি চালানোর ফলে পিছু হটতে শুরু করে সীমান্তের ওপর থেকে আসা সন্ত্রাসবাদীরা।গুলি খেয়ে একজন পড়ে যায় মাটিতে। ঘটনার পরপরই সেই এলাকাতে তল্লাশি চালানোর জন্য় পাঠানো হয় সেনা।

তল্লাশিতে এলওসির কাছে রক্তের দাগ মিলেছে তবে গুলির আঘাত খেয়ে তারা কোনরকমে নিজেদের এলাকায় ফিরে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা।