Anantnag-Rajouri parliamentary seat Photo Credit: Twitter@airnewsalerts

২০১৪, ২০১৯ এর পর ২০২৪ এও ভোট দিতে নিজেদের মাটিতে ফিরেছেন ঘরছাড়া কাশ্মীরী পণ্ডিতরা। চতুর্থ দফা ও পঞ্চম দফায় সুষ্ঠ ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ষষ্ঠ দফাতেও আনুমানিক ২৭০০০ বাস্তুচ্যুত কাশ্মীরি পণ্ডিত অনন্তনাগ-রাজৌরি সংসদীয় আসনের জন্য তাদের ভোট দিতে প্রস্তুত। আগামী ২৫ মে হবে অনন্তনাগ-রাজৌরি আসনে ভোট।এর আগে শ্রীনগর সংসদীয় এলাকায় লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় কাশ্মীরি অভিবাসী ভোটারদের মধ্যে ৩৯ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছিল। যা গত দুবারের লোকসভা নির্বাচনের থেকে উল্লেখযোগ্য ভাবে অনেক বেশি।

১৯৮৯ সালে জেকেএলএফ এবং ইসলামপন্থী বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হওয়ার ফলে কাশ্মীর উপত্যকা ছেড়ে পালাতে বাধ্য হয় কাশ্মীরের ভূমিপুত্র পণ্ডিতরা। কাশ্মীর উপত্যকায় ১৯৯০ সালে বসবাসকারী প্রায় হিন্দুদের সংখ্যা ছিল ৩,০০,০০০ থেকে ৬,০০,০০০ জনের মধ্যে, কিন্তু ২০১৬ সালের হিসাব অনুযায়ী উপত্যকায় কেবল মাত্র ২,০০০ জন থেকে ৩,০০০ জন হিন্দু রয়েছে। জম্মু এবং অন্যান্য নিরাপদ স্থানে চলে যাওয়া ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের চিহ্নিত করার জন্য নির্বাচন কমিশন  ফর্ম এম চালু করেছিল যাতে তারা যে জায়গাগুলিতে বসবাস করত সেখান থেকে তাদের স্থানীয় নির্বাচনী এলাকার জন্য ভোট দিতে সক্ষম হয়।