এবার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিসের (Infosys) বিরুদ্ধে। জানা যাচ্ছে, প্রায় ৩২ হাজার কোটি টাকার নোটিশ পাঠিয়েছে জিএসটি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেল (ডিজিজিআই)। মূলত. ২০১৭-১৮ (জুলাই ২০১৭) থেকে ২০২১-২২ পর্যন্ত ৩২,৪০৩.৪৬ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে এই সংস্থা। মূলত, বিদেশে তাঁদের যে নতুন ব্রাঞ্চগুলি খুলেছে সেগুলিতে যে মুনাফা এসেছে সেই অনুযায়ী কর দেয়নি সংস্থা। যার ফলে এই গুরুতর অভিযোগ উঠেছে সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যেই সংস্থার বেঙ্গালুরুর অফিসে নোটিশ পাঠিয়েছে জিএসটি ইন্টেলিজেন্স বিভাগ। জিএসটির রিভার্স চার্জ মেকানিজম হল এমন একটি ব্যবস্থা যেখানে পণ্য বা পরিষেবা সরবরাহকারীর কেন্দ্র সরকারকে কর দিতে দায়বদ্ধ।
ডিজিজিআই-এর তরফে জানানো হয়েছে, যে ক্লায়েন্টের সঙ্গে ইনফোসিস চুক্তি করে, তাঁদের পরিষেবা প্রদানের জন্য বিদেশে শাখা খোলে। আর সেই শাখাগুলির জন্য ইনফোসিসকে কর দিতে হবে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী আধিকারিকরা ইনফোসিসের মূল অফিসে যেতে পারে কিংবা সংস্থার কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষকে জেরার জন্য ডাকতে পারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য সংস্থার কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।
#BreakingNews 🚨 | Infosys gets GST notice for alleged tax evasion of Rs 32,000 crore💰
For more detail, tap⤵️https://t.co/WliLlqLmKH#Infosys #GST #TaxEvasions
— Moneycontrol (@moneycontrolcom) July 31, 2024
যদিও সংস্থার তরফ থেকে বলা হচ্ছে যে তাঁরা কোনওরকমের কর ফাঁকি দেয়নি। তবে এই নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। যদিও আগামীদিনে এই নিয়ে কী হয়। জিএসটি দফতর ইনফোসিস নিয়ে কোন পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।