
করোনা অতিমারিতে ছোট থেকে বড় প্রায় সব বেসরকারি সংস্থায় শুরু হয়েছিল 'ওয়ার্ক ফ্রম হোম' এর হিড়িক। কোভিড বিদায় নিলেও বাড়ি বসে কাজের পন্থা ধরে রেখেছিল বহু বড় বড় প্রযুক্তি সংস্থাই। তাঁদের মধ্যে অন্যতম ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা ইনফোসিস (Infosys)। তবে এবার কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম' (Work From Home) নিয়ে কড়া সিদ্ধান্ত নিল প্রযুক্তি সংস্থা। বাড়ি বসে কাজের সুবিধা অনেক ভোগ করেছেন কর্মীরা। এখন থেকে মাসে ন্যূনতম ১০ দিন কর্মীদের অফিসে যাওয়ার নিয়ম কঠোরভাবে কার্যকর করতে নয়া পদক্ষেপ করল ইনফোসিস।
ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার থেকে মাসে কর্মীরা কত দিন 'ওয়ার্ক ফ্রম হোম' করবেন সেটা নির্ধারণ করবে ইনফোসিস। আর বাকি দিনগুলো অফিসে এসে কাজ (Work From Office) করতে হবে। প্রতি মাসে কোনও কর্মী কতদিন বাড়ি থেকে কাজ করবেন তা আবেদন করতে হবে, সিদ্ধান্ত নেবে সংস্থা। ব্যবসার উন্নতির স্বার্থে ‘হাইব্রিড মোডে’ কাজে জোর দিতে এমন পদক্ষেপে করা হচ্ছে বলে জানানো হয়েছে ইনফোসিসের তরফে।
কবে থেকে চালু হচ্ছে নয়া নিয়মঃ
ওই প্রতিবেদন অনুযায়ী, সংস্থার তরফে কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম'এর সুবিধা নির্ধারণের প্রক্রিয়া আগামী ১০ মার্চ থেকে শুরু হবে। নয়া নিয়মে উল্লেখ, ইনফোসিসের প্রতিটা কর্মীকে মাসে কমপক্ষে ১০দিন অফিসে গিয়ে কাজ করতেই হবে এবং সংস্থার ব্যবসার চাহিদার অনুযায়ী মাসে কতদিন অফিসে এসে কাজ করতে হবে তা নির্ধারণ করা হবে।
সদ্যই কর্মীদের বেতন বৃদ্ধি করেছে ইনফোসিস। ২৪ ফেব্রুয়ারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে। বেতন বৃদ্ধির পরেই কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম অফিস’ নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস।