Hayley Matthews (Photo Credit: ESPNCricinfo/ X)

West Indies Women National Cricket Team vs Scotland Women National Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম স্কটল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ (ICC Womens World Cup Qualifier 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। আজ, ৯ এপ্রিল লাহোরের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারিয়ে বড় চমক দিয়েছে স্কটল্যান্ড। টসে জিতে প্রথমে স্কটল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে ৪৫ ওভারেই ২৪৪ রানে অলআউট করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সেই রান তাড়া করতে নেমে একা হেলি ম্যাথিউজ (Hayley Matthews) তার সবটুকু দিয়ে চেষ্টা করেন। ওপেন করতে নেমে শেষ অবধি দাঁড়িয়ে থাকেন তিনি। ১১৩ বলে ১৪টি চারের সাহায্যে ১১৪ রানে অপরাজিত থাকলেও বাকিরা কেউ কিছু করতে পারেনি, ফলে তার দলের লড়াই ৪৬.২ ওভারে ২৩৩ রানে থেমে যায়। WI W vs SCO W Live Scorecard: হেলি ম্যাথিউজের ৪ উইকেট, স্কটল্যান্ডের সামনে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ২৪৫ রানের

ওয়েস্ট ইন্ডিজ মহিলা বনাম স্কটল্যান্ড মহিলা, বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ স্কোরকার্ড

লাহোরে প্রচণ্ড গরমে ক্র্যাম্পের সঙ্গে লড়াই করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করার আগে ৯৯ রানে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেও ফের ফিরে এসে লড়াই চালিয়ে যান হেইলি ম্যাথিউস। মাত্র চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে একই ওয়ানডেতে ৪+ উইকেট ও সেঞ্চুরি করে রেকর্ড করেছেন তিনি। স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ফ্রেজার (Katherine Fraser) তিনটি উইকেট নেন। এর আগে স্কটল্যান্ডের হয়ে ইনিংস টেনে নিয়ে যান উইকেটকিপার সারা ব্রাইস (Sarah Bryce)। তিনি ৫৬ বলে ৬টি চারের সাহায্যে ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেলি মাথেিউজ (Hayley Matthews) ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪ উইকেট নেন। হেলি ব্যাট এবং বল হাতে সেরাটা দিয়ে এই ম্যাচে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' হন। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে তিন নম্বরে। স্কটল্যান্ডের আগামী ম্যাচ ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। সেদিনই ওয়েস্ট ইন্ডিজে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।