Coronavirus Cases In India: একদিনে সংক্রামিত ৬৪ হাজার ৫৫৩ জন, ভারতে করোনা আক্রান্তে সংখ্যা ২৪.৬১ লাখ টপকে গেল
Coronavirus (Photo: PTI)

নতুন দিল্লি, ১৪ আগস্ট: শুক্রবারও রেকর্ড সংক্রমণ ভারতে। বৃহস্পতিবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) হলেন ৬৪ হাজার ৫৫৩ জন। ২৪ ঘণ্টায় করোনার বলি ১ হাজার সাত জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৪ লাখ ৬১ হাজার ১৯১। যার মধ্যে ৬ লাখ ৬১ হাজার ৫৯৫ জন এই মুহূর্তে সংক্রামিত রয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ১৭ লাখ ৫১ হাজার ৫৫৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত ৪৮ হাজার ৪০ জন। বৃহস্পতিবার করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠায় রেকর্ড গড়ল ভারত। এদিন মোট করোনাজয়ী ৫৬ হাজার ৩৮৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭০.৭৭ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে করোনায় মৃত্যুর হার নেমে হয়েছে ১.৯৬ শতাংশ। এদিকে দেশের সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে খারাপ হচ্ছে মহারাষ্টের অবস্থা। সেখানে সংক্রমণ সাড়ে পাঁচ লাখ ছুঁই ছুঁই। মৃত্যু মিছিলে শামিল প্রায় ১৯ হাজার মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে টেস্টের সংখ্যা বাড়ায় সংক্রমণও বাড়ছে হু হু করে। তবে সুস্থতার হারও চোখে পড়ার মতোই বেড়েছে। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গে সংক্রমণের হার চিন্তায় ফেলেছে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৯৭ জন (Coronavirus Cases In West Bengal)। মৃত ৫৬। এদিন কলকাতায় মৃতের সংখ্যা ১ হাজার টপকালো। গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যুতে মহানগরে মোট করোনা নিয়ে মৃত্যু হল ১,০১৫ জনের। এরফলে রাজ্যে মোট করোনার আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩২৩ জন। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। এরফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দিয়েছে ২,২৫৯ জন। আরও পড়ুন-Independence Day 2020: স্বাধীনতা দিবসে দিল্লি বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটের ওঠানামার সময়সীমা বেঁধে দিল কেন্দ্র

 

ভারতে একদিনে সংক্রামিত ৬৪,৫৫৩ জন

করোনাভাইরাস মহামারীতে বিশ্বে তৃতীয় কোভিড বিধ্বস্ত দেশের তালিকায় ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। মারণ ভাইরাসে র্বাধিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা বিশ্ব আজ করোনাভাইরাসে জর্জরিত। এই বিপদ কাটাতে বিভিন্ন দেশ কোভিড নিরাময়ের ভ্যাকসিন তৈরিতে মনোনিবেশ করেছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, রাশিয়া ইতিমধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। তবে বিশ্বের নয় নম্বর কোভিড ভ্যাকসিন এটি নয়। বরং টেস্টিংয়ের ক্ষেত্রে এই স্পুটনিক ভি এখন অ্যাডভান্স স্টেজে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের সিনিয়র উপদেষ্টা ডক্টর ব্রুস আইলওয়ার্ড বলেছেন, “রাশিয়ার ভ্যাকসিন নিয়ে সিদ্ধান্ত জানানোর মতো যথেষ্ট তথ্য এখনও আমাদের হাতে আসেনি।”