ভারতে করোনা (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৩ জুলাই: একদিনে আক্রান্ত সর্বাধিক, ভারতে রবিবার সারাদিনে নতুন সংক্রামিত ২৮ হাজার ৭০১ জন। মৃত্যু হয়েছে ৫০০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে সবমিলিয়ে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা (Coronavirus Tally) ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪। মৃত্যুমিছিলে শামিল ২৩ হাজার ১৭৪ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন। সংক্রামিতর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৯ জন। তবে আশার খবর এই যে, গত কয়েকদিনে কোভিডকে হারিয়ে সুস্থতার হারও ইতিবাচক। সুস্থতার হার ও সংক্রামিতর তালিকার মধ্যে তফাতটা প্রায় দু’লক্ষের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৪৮ জন।

যাইহোক আমেরিকা ও ব্রাজিলের পরে বিশ্বের মধ্যে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশটি হল ভারত। তবে মহামারীতে ধারাবাহিক বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ৪২৭। মৃতের সংখ্যা ১০ হাজার ২৮৯। গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ১ লক্ষ ৩৮ হাজার ৪৭০ জন। মৃতের তালিকায় ১ হাজার ৯৬৬ জন। গতকাল সারাদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭৩ জন। মৃতের তালিকায় রয়েছেন ৩৭ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১২ হাজার ৪৯৪। মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৭১ জনের। রবিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, করোনাভাইরাস মহামারী মধ্যে সংক্রমণ রোধে সাফল্যের সঙ্গে কাজ করছে ভারত। যখন অন্যান্য দেশে চিকিৎসা পরিকাঠামোর পুরোটাই ভেঙে পড়েছে। আরও পড়ুন-World's 1st Coronavirus Vaccine: মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগে সফল, বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার রাশিয়ায়

মানবদেহে করোনাভাইরাস ভ্যাকসিনের সফল পরীক্ষামূলক প্রয়োগ সম্পূর্ণ করে নজির গড়ল রাশিয়া (Russia)। সেখানকার সেচেনভ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এই সাফল্যে মুখ্য ভূমিকা নিয়েছেন বলে জানা গিয়েছে। যাঁদের শরীরে এই ভ্যাকসিন গিয়েছে সেই স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেওয়া হবে। এর পর দ্বিতীয় দলটিকে ছাড়া হবে ২০ জুলাই। এই তথ্য দিয়েছেন সেচেনভ বিশ্ববিদ্যালয়ের অধীন ‘ইনস্টিটিউট অফ ট্রান্সন্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি’র ডিরেক্টর ভাদিম তারাসোভ। এদিকে বিশ্বের বিভিন্ন দেশ থেকেই বেশ কয়েক বার করোনাভাইরাসের টিকা ও ওষুধ আবিষ্কারের খবর সামনে এসেও শেষমেশ তা সঠিক নয় বলেই প্রকাশিত হয়েছে। আশার আলো জ্বলেও নিভেছে বারবার। তাই রাশিয়ার দাবি নিয়ে আশঙ্কা এখনই দূর হচ্ছে না।