Coronavirus Cases In India: দেশে ২৩০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, রাজ্যে ভীতি বাড়াল পুজোর ভিড়
Covid-19 Cases In India (File Photo)

নতুন দিল্লি, ১৮ অক্টোবর: করোনার তাড়ণা, রবিবার দেশে নতুন করে মারণ রোগের (Coronavirus Cases In India) কবলে পড়লেন ১৩ হাজার ৫৯৬ জন। ২৩০ দিন পর সর্বনিম্ন দৈনিক সংক্রমণ এটি। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লাখ ৮৯ হাজার ৬৯৪। তবে আইসিএমআর-এর কথামতো পশ্চিমবঙ্গে দুর্গাপুজো করোনার তৃতীয় ঢেউকে তরাণ্বিত করছে। পুজোর কটি দিন লাগাম ছাড়া ভিড়, খাওয়াদাওয়া হই হুল্লোড়, সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে ঘোরাফেরার জের পড়তে শুরু করেছে রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাকরণ প্রক্রিয়াতে জোর দিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য কর্তাদের আশঙ্কা, আগামী সাত-দশ দিনে সংক্রমণ বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুরে পুজোর আগে করোনা সংক্রমণের হার যেখানে ছিল ১ শতাংশের আশেপাশে, সেখানে এখনই তা ছুঁয়েছে ২ শতাংশ। আরও পড়ুন-Lakhimpur Kheri Violence: অজয় মিশ্র টেনির পদত্যাগের দাবিতে জেশজুড়ে রেল-রোকো অভিযানের ডাক সংযুক্ত কৃষক মোর্চার

করোনার দৈনিক পরিসংখ্যান

একইভাবে পশ্চিম বর্ধমানেও ২ থেকে ৮ অক্টোবর সংক্রমণের হার ০.৮ শতাংশ থাকলেও চতুর্থী থেকে দশমী তা বেড়ে হয়েছে ১.০৭ শতাংশ। গত শনিবার পশ্চিম মেদিনীপুরে ১ লক্ষ লোক টিকার আওতায় এসেছে। করোনা পরীক্ষার পরিমাণও বাড়ানো হয়েছে। লক্ষ্মীপুজোর পরে কোভিড রুখতে আরও বেশি সক্রিয় হবে প্রশাসন। এখন সচেতন না হলে দীপাবলীতে চরম বিপর্যয় নেমে আসবে। যাঁরা মাস্ক বিহীনভাবে পুজোয় ঘুরেছেন, এইবেলা কোভিড পরীক্ষা করিয়ে নিন। আগে থেকে সুরক্ষার সুযোগ পেয়ে যাবেন।