দার্জিলিং: নেপালের জাতীয় নির্বাচন (Nepal general elections) হতে চলেছে আগামী ২০ নভেম্বর। সেই কারণে আগামী ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে দার্জিলিং জেলার (Darjeeling district) ভারত-নেপাল সীমান্ত (India-Nepal border)। বর্তমানে দার্জিলিং জেলা থেকে নেপাল যাওয়ার জন্য দুটি সীমান্ত এলাকা (border points) রয়েছে। তার মধ্যে একটি হল দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি (Panitanki) ও মিরিকের (Mirik) পশুপতি (Pasupati)।

এর মধ্যে দ্বিতীয় অর্থাৎ মিরিকের পশুপতি সীমান্তটি সাধারণত পর্যটকরা ব্যবহার করেন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে (Pashupatinath Temple) যাওয়ার জন্য। দার্জিলিং জেলায় ভারত-নেপাল সীমান্তের মোট এলাকা হল মোটামুটি ১০০ কিলোমিটার। আর এই গোটা এলাকায় নজরদারির দায়িত্বে রয়েছে স্বশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal)-এর জওয়ানরা। তাঁরাই এই কয়েকদিন সীমান্ত বন্ধ রাখার কাজে লিপ্ত থাকবেন। নেপাল সরকারের তরফে ভারতকে এই বিষয়ে অনুরোধ জানানোর পরেই কেন্দ্রীয় সরকারের তরফে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এপ্রসঙ্গে স্বশস্ত্র সীমা বলের ইন্সপেক্টর জেনারেল (উত্তরবঙ্গ) (inspector general of north Bengal) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জানান, "এই সময়কালের মধ্যে কাউকেই এই দুটি সীমান্ত দিয়ে ভারতের দিক থেকে নেপালে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি নেপাল থেকেও কাউকে ভারতে ঢুকতে দেওয়া হবে না। এই চারদিনের জন্য তাই অতিরিক্ত জওয়ানদেরও দার্জিলিংয়ের দুটি সীমান্তে মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র এমারজেন্সি চিকিৎসার কারণে (emergency medical purposes) যদি কেউ সীমান্ত পারাপার করতে চান তাহলে সেই সংক্রান্ত কাগজপত্র দেখিয়ে একমাত্র ছাড় পেতে পারেন।"