কলকাতাঃ ওয়াকফ ইস্যুতে (Waqf Bill 2025) অগ্নিগর্ভ মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার আগুনে জ্বলছে সামশেরগঞ্জ, লুধিয়ান সহ মুর্শিদাবাদের একাধিক এলাকা। এই হিংসার জেরে গত ১২ এপ্রিল খুন (Murder) হন সামশেরগঞ্জের হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাস। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বাবা-ছেলেকে। এই ঘটনার চারদিন পর এই ঘটনার মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম কালু নাদাব ও সিলাবর নাদাব। বীরভূম ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় এই দু'জনকে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের জাফরাবাদের বাসিন্দা এই দু'জন। সম্পর্কে দুই ভাই।
মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২
জানা গিয়েছে, এদিন সামশেরগঞ্জে যখন হিংসা ছড়ায় তখন মৃৎশিল্পী হরগোবিন্দ দাসের বাড়ি হানা দেয় দুষ্কৃতীরা। লুঠপাটের উদ্দেশ্যে ভাঙচুর চালানো হয় বাড়িতে। বাধা দিতে গেলে খুন হন হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন। এরপরই এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযুক্তদের খোঁজ চালানো হয়। চিহ্নিত করা হয় বেশ কয়েকজন দুষ্কৃতীকে। এরপর অভিযান চালিয়ে এই ঘটনার মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর হাতে গোটা মুর্শিদাবাদ। এলাকায় এলাকায় চলছে টহলদারি। থমথমে পরস্থিতি। বন্ধ দোকানপাট। আতঙ্কে বাড়িতেই বন্দি মানুষজন। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? সেই আশাতেই দিন গুনছে মুর্শিদাবাদবাসী।
অবশেষে গ্রেফতার সামশেরগঞ্জের বাবা-ছেলে খুনের ২ অভিযুক্ত
Murshidabad Violence: 2 Brothers Arrested for Murdering Father-Son Duo During Communal Riots in West Bengal Over Waqf Acthttps://t.co/adPUKFL3BI#Murshidabad #MurshidabadViolence #MurshidabadRiots #WestBengal #WaqfBill #WaqfAct
— LatestLY (@latestly) April 15, 2025