নতুন দিল্লি, ৯ জুন: দেশে একদিনে সর্বোচ্চ হারে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা (COVID-19 Cases In India)। সোমবার সারা দিনে দেশে নতুন করোনা রোগী ৯ হাজার ৯৮৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনা আক্রান্ত এখন ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। এই মহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে কোভিড-১৯ মারা গিয়েছেন সাত হাজার ৪৬৬ জন। দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫২৮ জন। এর মধ্যেই সেখানে ৩ হাজার ১৬৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩০ হাজার ছুঁই ছুঁই। তামিনাড়ুতে মোট আক্রান্ত ৩৩ হাজার ২২৯ জন। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও সোমবার থেকে আনলক ১.০ মেনে দেশের বিভিন্ন রাজ্যে খুলেছে অফিস, হোটেল, রেস্তরাঁ, শপিংমল, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার। অফিস ও ধর্মীয় স্থানে সোমবার ১০ শতাংশের উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমেই লকডাউনে স্থবির হয়ে যাওয়া অর্থনীতিকে ফের সচল করার চেষ্টা শুরু হল। গত শনিবার স্বাস্থ্য মন্ত্রক জানায় যে দেশে করোনা আক্রান্তের সুস্থতার হার ৪৮.২০ শতাংশ। এই মুহূর্তে ভারত বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আরও পড়ুন-Earthquake In Jammu & Kashmir: সাতসকালেই ভূমিকম্প, এবার কেঁপে গেল জম্মু কাশ্মীরের শ্রীনগর
অন্যদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ইউরোপ। যদিও মহামারী কোভিড বিশ্বজুড়ে আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে চলেছে, সোমবার এমনই সতর্কবার্তা দিলেন বিশ্ব সংস্থা প্রধান টেড্রস ওঢ্যানো গেব্রায়েসেস। জাতি সংঘে হেলথ এজেন্সিতে যে ১০টি দেশ থেকে ৭৫ শতাংশ নতুন আক্রান্তের খবর এসেছে তার বেশিরভাগটাই আমেরিকায় ও দক্ষিণ এশিয়ায়। গত ১০ দিনে নতুন করে ১ লক্ষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রবিবার মোট আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার। একদিনে এমন আক্রান্তের হার এখনও পর্যন্ত সবথেকে বেশি। আফ্রিকার বেশিরভাগ দেশগুলিতে হু হু করে বাড়ছে সংক্রমণ। এখনও পর্যন্ত এই উপমহাদেশের দেশগুলির কোনও কোনওটায় মোট আক্রান্তে হাজারেরও কম।