নতুন দিল্লি, ৮ এপ্রিল: বুধবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হল, ভারতে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা এখন ৫ হাজার ১৯৪। যার মধ্যে ৪ হাজার ৬৪৩ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৪৯ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০১ জন। গত ২৪ ঘণ্টায় ভারত ৭৭৩ জন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ জনের। মহামারী করোনার গ্রাসে দেশে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। রাজ্যে এখনও পর্যন্ত ১০১৮ জন আক্রান্ত হয়েছেন। ৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। আজ সকালে পুনেতে ২ জনের মৃত্যু হওয়ায় মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনার বলি ১০। ২১ দিনের লকডাউনের মাঝামাঝি সময়ে রয়েছে দেশ। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে লকডাউন। আরও পড়ুন-Sex Test Ban Suspended: করোনার প্রকোপে ভ্রুণের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত আইনে স্থগিতাদেশ গর্ভপাতের সম্ভাবনা বাড়াতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের
India's total number of #Coronavirus positive cases rise to 5194 (including 4643 active cases, 401 cured/discharged people and 149 deaths): Ministry of Health and Family Welfare
Increase of 773 new #COVID19 cases and 10 new deaths recorded in last 24 hours. pic.twitter.com/QkTsXR9RQA
— ANI (@ANI) April 8, 2020
যদিও মনে করা হচ্ছে, পরিস্থিতি বিবেচনা করে লকডাউনের সময়সীমা বাড়তে পারে। তবে এনিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি আসেনি। নিজামুদ্দিনের তবলিকি জমাতের ঘটনা প্রকাশ্যে আসার পর দেশে হুড়মুড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তামিলনাড়ু আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, সেখানে ৬৯০ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতে ৫৭৬ জন আক্রান্ত, ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, এখন যদি একজন মানুষ লকডাউন না মানেন, সামাজিক দূরত্ব বজায় না রাখেন, তাহলে তার ফল ভুগবে গোটা দেশ। তাহলেও হু হু করে বাড়বে সংক্রমণের সম্ভাবনা। ৩০ দিনে একজন আক্রান্ত ৪০০ জনকে সংক্রামিত করতে পারে। আইসিএমআর-এর গাণীতিক মডেল এই তথ্য দিচ্ছে।