ব্যক্তিগত ঝামেলার কারণে জনসমক্ষে দুই মহিলার মধ্যে হাতাহাতি। পরিস্থিতি এমন পর্যায়ে গেল যে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সম্প্রতি এমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের নয়ডায় (Noida) সেক্টর ১৬৮-এর একটি সোসাইটিতে। কার্যত রাস্তায় নেমে দুই মহিলা চুলোচুলি করতে থাকে। ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি তারপরেই নজরে আসে পুলিশের। যার ফলে দুই মহিলাকে তলব করে তদন্তকারী আধিকারিকরা।

দুই মহিলার মধ্যে বচসা

জানা যাচ্ছে, নয়ডা ১৬৮-এ পারস সেশন নামে একটি সোসাাইটির মেন গেটের সামনে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, দুই মহিলাই পূর্ব পরিচিত ছিলেন। এই ঝামেলার আগে অর্থাৎ শুক্রবার দুজনের মধ্যে হোয়াটস অ্যাপে ভিডিয়ো কলিংয়ের মাধ্যমে কথাবার্তা হয়েছিল। সেই সময় তাঁদের মধ্যে ঝামেলা লাগে। তারপরে দুজনের মধ্যে সামনাসামনি দেখা হতেই বিবাদ চরমে পৌঁছয়।

দেথুন ভিডিয়ো

তদন্ত শুরু করেছে পুলিশ

ঘটনাস্থলে আবাসনের বাকি সদস্যরা গিয়েও বিবাদ মেটানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে দুজনে একে অপরের চুলের মুটি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ পর অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে শনিবার থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।