Indian & Chinese Troops | Representational Image | (Photo Cr .. Read more at: https://www.latestly.com/world/china-india-reach-positive-consensus-over-easing-of-situation-along-border-beijing-1813530.html

নতুন দিল্লি, ২৯ জুন: মঙ্গলবার পূর্ব লাদাখে (East Ladakh) ভারত-চিন তৃতীয়বার শীর্ষ স্তরীয় বৈঠক করবে। ভারতের তরফে নেতৃত্ব দেবেন লাদাখ অঞ্চলের কর্পস কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল হরিন্দর সিং (Lt General Harinder Singh)। ভারত-চিন সীমান্ত (India-China Border Tension) সংঘর্ষ নিয়ে এর আগে এই মাসেই দু'বার সেনার শীর্ষ স্তরীয় বৈঠক হয়। জুন ৬ এ প্রথম বৈঠক হয়, এরপর ২২ জুন দ্বিতীয় বৈঠক হয়। এরই মধ্যে ১৫ জুন গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষে ভারতের ২০ জন সেনা প্রাণ হারান। চিন দাবি করে তাদের সেনা হতাহতের সংখ্যা ২০'র কম। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান চিনা সেনা ভারত ভূ খণ্ডে ঢুকতে পারেনি।

'আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে এই বৈঠক কর্পস কমান্ডার লেভেল শীর্ষ স্থানীয় বৈঠক অনুষ্ঠিত হবে। লাদাখের চুশূল হবে বৈঠক। এর আগে দু'টি বৈঠক চিনের প্রান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মোলডোতে হয়েছিল', বলে জানায় সংবাদসংস্থা এএনআই। এই পরিস্থিতিতে আগামী ২৭ জুলাইয়ের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে বহু প্রতিক্ষীত যু্দ্ধ বিমান রাফাল (Rafale fighter Jets)। শোনা গিয়েছে, আপাতত ভারতকে ৬টি রাফাল ডেলিভারি দিতে চলেছে ফ্রান্স। এই মাসের শেষেই তা ভারতীয় সেনার হাতে চলে আসবে। এই রাফাল মেটেরও মিসাইলের সাহায্যে ১৫০ কিলোমিটার স্ট্রাইক রেঞ্জে লক্ষ্যবস্তুকে নিশানা লাগাতে পারবে। ভারতের হাতে রাফাল এসে যাওয়া যে চিনের বায়ুসেনাকে চাপে ফেলার জন্য যথেষ্ট, তাতে সন্দেহ নেই। সরকারি তরফে সংবাদসংস্থা এএনআই-কে এনিয়ে জানানো হয়েছে যে, এই মুহূর্তে রাফাল চালানোর জন্য ভারতীয় বায়ুসেনার পাইলটরা ফ্রান্সে প্রশিক্ষণ নিচ্ছেন। আরও পড়ুন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে বন্ধ করুক চিন, সাফ বার্তা ভারতের

এদিকে চিন সীমান্তে তাঁবু ফেলেছে বলে ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। ২৭ জুন চিনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (Indian Envoy) বিক্রম মিসরি জানিয়ে দেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সামরিক সংঘাত রোখার একমাত্র রাস্তা এটাই যে, চিনকে অবিলম্বে সেখানে নতুন কাঠামো তৈরি বন্ধ করতে হবে।