Manohar Lal Khattar casts his vote

জম্মু এবং কাশ্মীরের ভোট মিটতেই হরিয়ানায় বিধানসভা ভোট শুরু (Haryana Assembly Election 2024)। শনিবার দিল্লির পড়শি রাজ্যে বিধানসভা নির্বাচন। কেবল এক দফাতেই হরিয়ানার ৯০টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মক পোল, ইভিএম পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা থেকে শুরু হয়েছে নির্বাচন প্রক্রিয়া। সকাল সকাল ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)।

হরিয়ানার বিধানসভা ভোটে মূল প্রতিদ্বন্দ্বী দল দুটি। এক দশকের শাসক দল বিজেপি (BJP) এবং তার আগের এক দশকের শাসক দল কংগ্রেস (Congress)। এছাড়াও ভোটের ময়দানে রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (INLD) এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জননায়ক জনতা পার্টি (JJP)। হরিয়ানায় মোট ভোটারের সংখ্যা দু কোটিরও বেশি। মোট বুথের সংখ্যা ২০৬২৯। প্রার্থী সংখ্যা ১০৩১। শনিতে ভোটগ্রহণ পর্ব মিটতেই শুরু হবে হরিয়ানা বিধানসভা ভোটের বুথফেরত সমীক্ষা। একই সঙ্গে এদিন জম্মু ও কাশ্মীরের বুথফেরত সমীক্ষা প্রকাশিত হবে বিভিন্ন সংবাদমাধ্যমে। হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ভোট গণনা হবে আগামী ৮ অক্টোবর।

করনাল কেন্দ্রে ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর... 

বিধানসভা ভোটের আগে হরিয়ানায় প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং তাঁর দলের ভোট কৌশলের অন্যতম নেতা অমিত শাহ (Amit Shah)। আর এ রাজ্যে বিজেপির ভোট প্রচারের জনসভায় অন্যতম অস্ত্র ছিল কংগ্রেসকে নিশানা। তবে হরিয়ানায় শেষ মুহূর্তের প্রচারে দেখা মেলেনি মোদী-শাহের। দলের দুই তারকার শেষ মুহূর্তের এমন অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দলের অন্দরেই। মোদী এবং শাহের অনুপস্থিতি ঠেকাতে শেষমেশ মাঠে নামতে হয়েছে রাজনাথ সিংহ এবং যোগী আদিত্যনাথদের।

চব্বিশে হরিয়ানার বিধানসভা ভোটে যে প্রার্থীদের দিকে চোখ থাকবে তাঁরা হলেন, মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (বিজেপি), আন্তর্জাতিক মহিলা কুস্তিগীর বিনেশ ফোগাট (কংগ্রেস), প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (কংগ্রেস), প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (জেজেপি)।