Narendra Modi (Photo Credit: IANS/Twitter)

লোকসভা নির্বাচনের বাকি ৩ দফায় ভোট বাকি। তারকা প্রচারক হিসাবে তাই গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাঁর সভা ছিল উত্তরপ্রদেশের হামিরপুরে। সভায় যাওয়ার আগে স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন সাংসদ স্বামী ব্রহ্মানন্দ এর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পন করেন। হামিরপুরে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় উঠে আসে স্বামী ব্রহ্মানন্দের নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বলেন, "এখানে আসার আগে, আমি স্বামী ব্রহ্মানন্দকে অভিবাদন জানাতে গিয়েছিলাম, অমৃত মহোৎসবের সময় তাঁর মতো একজন মহান জাতীয় সাধককে আমাদের সকলের দ্বারা স্মরণ করা হয়েছিল। আমাদের সরকার তার ইতিহাসে অবদানের কথা মাথায় রেখে স্বীকৃতি দিয়েছে।কিন্তু আগের সরকারগুলো তাকে কখনোই সম্মান দেয়নি, তারা সব কৃতিত্ব দিতে চেয়েছিল একটি রাজপরিবারকে।

 ১৮৯৪ সালের ৪ ডিসেম্বর উত্তর প্রদেশের হামিরপুর জেলায় জন্মগ্রহণ করেন ব্রহ্মানন্দ। এরপর তিনি ১৯১৮ সালে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন এবং লবণ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের কারণে বহুবার জেল খেটেছিলেন। এই সময়কালে তিনি মহাত্মা গান্ধীর ছাড়াও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন পন্ডিত। জওহরলাল নেহেরু, পন্ডিত গোবিন্দ বল্লভ পন্ত, পন্ডিত  সমগ্রানন্দ, লালা লাজপত রায়, গণেশ শঙ্কর বিদ্যার্থী এবং দেশের স্বাধীনতার অন্যান্য স্থপতিদের সঙ্গে। স্বাধীনতার পর স্বামী ব্রহ্মানন্দ ১৯৬৭ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত লোকসভায় হামিরপুরের প্রতিনিধিত্বও করেছিলেন।