আজ 'ইঞ্জিনিয়ার দিবস' (EngineersDay) ৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন ৷ ১৮৬১ সালের ১৫ সেপ্টেম্বর কর্নাটকে জন্মগ্রহণ করেন এম বিশ্বেশ্বরায়া ৷ মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে পুনেতে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যান তিনি ৷ মাইসোর, হায়দরাবাদ, ওডিশা, মহারাষ্ট্রে তাঁর বহু উল্লেখযোগ্য কাজের জন্য তিনি আজও স্মরণীয় ৷ ১৯১২ সালে তিনি মাইসোরের দিওয়ান (Diwan of Mysore) ও প্রধান ইঞ্জিনিয়ার (chief engineer) পদে নিযুক্ত হন ৷ তিনি 'কৃষ্ণ রাজা সাগর ড্যাম' (Krishna Raja Sagara Dam) তৈরির জন্য বিখ্যাত ৷ প্রযুক্তি ছাড়াও দেশের ব্যাঙ্কিং, শিক্ষা, অর্থনীতি, কৃষি, সেচ এবং শিল্পায়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ তাঁকে 'ফাদার অফ মর্ডান মাইসোর' (Father of Modern Mysore) বলা হয় ৷১৯৫৫ সালে ভারত সরকার তাঁকে 'ভারত রত্ন' (Bharat Ratna) সম্মানে ভূষিত করেন ৷ ব্রিটিশ শাসনাধীন ভারতে ব্রিটিশ সরকার তাঁকে নাইটহুড (British Knighthood) উপাধি দেয় ৷ তাই তাঁর নামের আগে 'স্যর' (Sir) শব্দটি যোগ হয় ৷
আজ সেই মহান ইঞ্জিনিয়ারের জন্মদিন উপলক্ষ্যে দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
On #EngineersDay, we remember the pathbreaking contribution of Sir M. Visvesvaraya. May he keep inspiring generations of future engineers to distinguish themselves. I am also sharing a snippet from one of the previous #MannKiBaat programmes where I talked about this subject. pic.twitter.com/2Vj3bHxVQS
— Narendra Modi (@narendramodi) September 15, 2022
এম বিশ্বেশ্বরায়াকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
On #EngineersDay, my greetings to all our hardworking engineers and salute them for their innovations and paramount role in the development of our nation.
I pay homage to the most outstanding Engineer of all times, Bharat Ratna Sir M Visvesvaraya Ji on his birth anniversary. pic.twitter.com/5iXMgcwQG5
— Amit Shah (@AmitShah) September 15, 2022
পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও জানিয়েছেন তাঁর শ্রদ্ধার্ঘ্য-
#NewIndia is being shaped today by our Engineers with the vision of #AatmanirbharBharat.
For their invaluable role in Nation-Building, I salute our hardworking Engineers on #EngineersDay.
Homage to Sir M. Visvesvaraya Ji on his Jayanti. pic.twitter.com/0cHj1XEldU
— Nitin Gadkari (@nitin_gadkari) September 15, 2022
ইঞ্জিনিয়াররাই ভারত গড়ে তুলছে, টুইটে লিখলেন বিদেশমন্ত্রী জয়শংকর
Engineers make our nation. Their contribution is instrumental towards achieving our progress and development. Extend my greetings and best wishes to them on #EngineersDay.
Tributes to an inspiration for modern India, Bharat Ratna M. Visvesvaraya on his birth anniversary.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 15, 2022
স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ও ইঞ্জিনিয়ারদের প্রথম সারির শ্রেষ্ঠ ব্যক্তিকে জানালেন শ্রদ্ধা।
Tributes to Bharat Ratna M. Visvesvaraya on his birth anniversary.
He is remembered & respected widely as a pioneering engineer.
Greetings on #EngineersDay to all our hardworking engineers who are playing a pivotal role in nation-building. pic.twitter.com/7S3zMzwWCL
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 15, 2022
I extend my warm greetings to the entire engineering fraternity on #EngineersDay, for playing a pivotal role in nation building through their vision, hardwork & innovations.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 15, 2022