Fire Breaks out in the slum area of Rani Garden (Photo Credit:X@ians_india)

শুক্রবার মধ্যরাতে শাহদরা জেলার গীতা কলোনি এলাকার রানী গার্ডেনের বস্তিতে আগুন লাগে। এখনও পর্যন্ত কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল আধিকারিক রাজেন্দ্র অটওয়াল সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে আমরা সকাল ২.২৫ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাই। বর্তমানে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  তবে আগুন কিকরে লাগল  তদন্তের পর সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে পারব। আগুন নেভানোর পর লোকজন কিছু ছোট গুদাম তৈরি করেছে এবং আগুনে ৪-৫টি ছাগলও পুড়ে গেছে বলে জানা গেছে।

শাহদারা সম্পাটের গীতা কলোনীর রানী গার্ডেনের বস্তির এক বাসিন্দা জানান, রাত ২টার দিকে আগুন লাগে যাতে সবকিছু পুড়ে যায়। এতে কোনো আঘাত না হলেও কিছু পোষা ছাগল মারা গেছে। সেখানে টায়ার ও রাবারের গুদাম ছিল। এছাড়াও প্রায় ৪০০ বস্তির ঘর ছিল।

আরেক বাসিন্দা গৌরব এএনআই-কে বলেন যে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আমরা পোষা ছাগলগুলোকে বাঁচাতে পারিনি। সেখানে অনেক বস্তি ছিল।

স্থানীয় এক মহিলা বলেন, "আমি এখানে বস্তিতে থাকতাম। আমাদের যা কিছু ছিল সব পুড়ে গেছে।" স্থানীয় আরেক মহিলা বলেন, "বলা হচ্ছে কেউ বাচ্চাদের গরম রাখতে আগুন জ্বালিয়েছিল, যার ফলে আগুন লেগেছে।"