নতুন দিল্লি, ১৬নভেম্বর: দিল্লির (Delhi) আবহাওয়ায় যে প্রচুর পরিমাণ দূষণ (Pollution) রয়েছে তা দেশ তথা গোটা বিশ্বের (World) চর্চিত বিষয়। পাশাপাশি শহর কলকাতাতেও (Kolkata) দূষণের মাত্রা কম কিছু নয়। প্রথম দশে রয়েছে ভারতের তিনটি শহর (Three Cities)। বেসরকারি সংস্থা স্কাইমেট একটি সমীক্ষা করে, সেই সমীক্ষায় উঠে এসেছে গত ন' দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে পৌঁছেছে। যা আগে কখনও দেখা যায়নি। সংস্থার রিপোর্ট বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭ দূষণের মাত্রা বিশ্বে সবথেকে বেশি (1st Position)। দ্বিতীয় স্থানে (2nd Position) রয়েছে লাহোর (Lahore)। পঞ্চমস্থানে (5th Position) রয়েছে কলকাতা (Kolkata) বাতাসে এর গুণমান সূচক ১৬১। নবম স্থানে (9th Position) রয়েছে মুম্বই (Mumbai), এর গুণমান সূচক ১৫৩। দিল্লি ছাড়া বাকি দুই শহরের দূষণের মাত্রা উদ্বেগজনক।
New #AQI rankings, #Delhi 1st 527, 2nd #Lahore 234, 3rd #Tashkent 185, 4th #Karachi 180, 5th #Kolkata 161, 6th #Chengdu 158, #Hanoi 7th 158, #Guangzhou 8th 157, #Mumbai 9th 153, #Kathmandu 10th 152.#AirPollution #airqualityindex #DelhiNCRPollution https://t.co/0kEoT2p9fi
— SkymetAQI (@SkymetAQI) November 15, 2019
দিল্লি- এনসিআর (Delhi- NCR) এলাকায় দূষণের মাত্রা খুব বেশি। এছাড়াও ওয়াজিরপুর, মুন্ডকা এলাকায় দূষণের মাত্রা খুব বেশি। ওয়াজিরপুরে বাতাসে গুণমান সূচক ৪৩৭, মুন্ডকাতে গুণমান সূচক ৪৫৮। দুটি জায়গাতেই অত্যধিক পরিমাণ দূষণ রয়েছে বলে জানায় এই সংস্থা। এখনও পর্যন্ত দিল্লির সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। আজ জোড়- বিজোড় নীতির (Odd- Even) মেয়াদ শেষ হতে চলেছে। তবুও বাতাসে দূষণের মাত্রা স্বাভাবিক হয়নি। আরও পড়ুন, মানুষ কী করে শ্বাস নেবে, রাজধানীতে এয়ার পিউরিফায়িং টাওয়ার বসাক কেন্দ্র; পরামর্শ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট (Supreme Court) গতকাল জানিয়েছিল, জোড়-বিজোড় নীতি কখনওই সমাধান সূত্র হতে পারে না। কেননা গাড়ি সাধারণত ৩ শতাংশ দূষণের কারণ। জঞ্জালের ভ্যাট, নির্মাণকাজের রাবিশ ও রাস্তার ধুলো অনেক বেশি দূষণ ছড়ায়। এদিকে দূষণ কাটিয়ে দিল্লিকে মুক্ত বাতাসে ফেরাতে স্কুল পড়ুয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়ে চিঠিও দিয়েছিল। এদিকে শত চেষ্টাতেও প্রতিবেশী রাজ্যের খড় পোড়ানোর কাজ বন্ধ করা যায়নি। যত পঞ্জাবে খড় পুড়ছে ততই কালো ধোঁয়ায় ঢাকছে রাজধানীর আকাশ। বিষবাষ্পে শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালার মত নানারকম অসুস্থতার স্বীকার হচ্ছেন বাসিন্দারা।