ঘূর্ণিঝড় (প্রতীকি ছবি: Pixabay)

নতুন দিল্লি, ১ নভেম্বর: লাক্ষাদ্বীপ (Lakshadweep Islands) থেকে সরে যাচ্ছে ঘূর্ণিঝড় 'মহা (Cyclone MAHA)।' শক্তি পাকিয়ে কেরলের (Kerala) দিকে ধেয়ে যাচ্ছে বিধ্বংসী এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে দক্ষিণের এই রাজ্যের দিকে। ফলে কেরল উপকূল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা (Alart)। জানা গিয়েছে, লাক্ষাদ্বীপ অতিক্রম করে ক্রমশ ভারতের দক্ষিণাংশে আছড়ে পড়তে চলেছে 'মহা।' আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আরব সাগর থেকে কেরলের ওপর দিয়ে বয়ে যাবে এই ঝড়।

কেরল থেকে ৩০০ কিলোমিটার দূরে আরব সাগরে (Arabian Sea) আপাতত অবস্থান করছে 'মহা'। মধ্য-পূর্ব আরব সাগরে বর্তমানে অবস্থান করছে এই ঝড়। কিছুক্ষণ আগে এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তর-পশ্চিম হয়ে ক্রমশ দক্ষিণে (South India) সরে যাচ্ছে। কিন্তু তাহলেও হাওয়া অফিসের পূর্বাভাসে আশঙ্কায় প্রহর গুনছে কেরলবাসী। কতটা ধ্বংসলীলা চালায় এই বিধ্বংসী সেই নিয়েই মানুষজনের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্রসঙ্গত, আরব সাগরে গত ৩১ অক্টোবর মধ্যরাত থেকেই বীভৎস রূপ নিয়ে ক্রমাগত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এই ঝড়। যেকোনও রকমের দুর্যোগ থেকে রাজ্যকে বাঁচাতে তৎপর কেরল প্রশাসন (Administration)। ইতিমধ্যেই সেখানে ১১টি ত্রাণ শিবির খুলে ফেলা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরব সাগরে যাওয়া ৮ জন মৎসজীবী নিখোঁজ বলে জানিয়েছে কেরলের প্রশাসন। আরও পড়ুন: West Bengal Weather Update: ভারতের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বুলবুল'; ফের বিগড়োতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া

পশ্চিমবঙ্গের (West Bengal) উপর এই ঝড়ের কোন প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে। আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ৬২ শতাংশ।