ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ মে: দেশজুড়ে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা পেরোল ৯০ হাজার। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়াচ্ছে চিন্তাও। কিছু বিজ্ঞানীদের মতে আগামী জুলাই-আগস্টে আরও বাড়বে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ খবর অনুযায়ী, ভারতে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এক দিনে লাফিয়ে বাড়ল ৪,৯৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যায় প্রায় ১২০ জন। আজ সকালে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৪,০০০-র বেশি। ভারতে (India) সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্ত চারটি রাজ্য- মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু এবং গুজরাত।

মহারাষ্ট্রে দেশের প্রায় এক-তৃতীয়াংশ করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার রাজ্যে করোনাভাইরাসআক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। একদিনেই ১,৬০৬ টি কেস নতুন করে দেখা যায়। ৮৮৪ জন মুম্বইতে নতুন করে আক্রান্ত হয়ে ১৮,৫৫৫-তে পৌঁছেছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১০,০০০-ছাড়িয়েছে। একদিনে প্রায় ৪০০ টি নতুন কেস রেকর্ড করেছে। দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯,০০০ ছাড়িয়েছে। শনিবার রাজধানীতে ৪৩৮ জন নতুন করে আক্রান্ত। এখনও পর্যন্ত ১২৯ জন মারা গেছে।

আরও পড়ুন, করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার ছাড়াল মহারাষ্ট্রে

শনিবার গুজরাতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৪০ জন নতুন করে আক্রান্ত। করোনাভাইরাস প্রতিরোধ করতে ২৫ মার্চ দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় পর্বের এই লকডাউনের মেয়াদ আজ শেষ হবে। বিশ্বজুড়ে ৪০ লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি। এখন মোট ১,৪৬৬, ৬৮২ জন আক্রান্ত। COVID-19-এর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৮,০০০ এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।